ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপি সঙ্গ ছাড়লেন কর্নেল অলি, অলির সঙ্গ ছাড়লেন তার মহাসচিব

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 323
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিএনপি সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অলির সঙ্গ ছাড়ে এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির সঙ্গ ছাড়ার ঘোষণা দেন অলি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব

দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলটিতে যোগ দেন তিনি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলটিতে যোগ দেন তিনি।

রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বন্টনে ছাড় দেবে এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় একমত হবেন। তবে অলি সাহেবে নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করবো। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম সেজন্য আজ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে আমার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি।’

রেদোয়ান আহমেদ বলেন, ‘এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।’

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো এবং এটি বিএনপিকে আরও শক্তিশালী করবে।’

এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এককভাবে নিৃবাচনের ঘোষণা দিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ।

 

নিউজটি শেয়ার করুন

বিএনপি সঙ্গ ছাড়লেন কর্নেল অলি, অলির সঙ্গ ছাড়লেন তার মহাসচিব

আপডেট সময় : ০৩:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

 

বিএনপি সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অলির সঙ্গ ছাড়ে এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির সঙ্গ ছাড়ার ঘোষণা দেন অলি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব

দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলটিতে যোগ দেন তিনি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে দলটিতে যোগ দেন তিনি।

রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বন্টনে ছাড় দেবে এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় একমত হবেন। তবে অলি সাহেবে নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করবো। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম সেজন্য আজ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে আমার পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি।’

রেদোয়ান আহমেদ বলেন, ‘এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।’

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো এবং এটি বিএনপিকে আরও শক্তিশালী করবে।’

এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এককভাবে নিৃবাচনের ঘোষণা দিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদ।