প্রবাসীদের জন্য আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে ইসি
- আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 178
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেবল প্রবাসীদের জন্য আগাম ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে নির্বাচন কমিশন (ইসি)।’
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশে প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় হয় ৭০০ টাকা। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেন মাত্র ২.৭ শতাংশ ভোটার। আমাদের ধারণা এবার ভোটার অংশগ্রহণ অনেক হবে, কত হবে এখনই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ১০ লাখ পোস্টাল ব্যালট পেপার ছাপানো হবে। রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘অপতথ্য ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহার এবং এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। এটি সবার জন্যই বড় উদ্বেগ। আমাদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। অপতথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। আসল বিষয় হলো সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। তথ্য প্রবাহ সীমিত করলে ভালো তথ্যও বন্ধ হয়ে যাবে, যা বাস্তবসম্মত নয়। সচেতনতা তৈরি হয়েছে, সেটিই বড় বিষয়।’
নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন ভালো করতে হলে সবাইকে সম্পৃক্ত হতে হবে। আমরা সবাই ভাবমূর্তির সংকটে আছি। এ আস্থার সংকট কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এআই অপব্যবহার রোধে আরপিও এবং আচরণবিধিতে সাইবার সুরক্ষা আইন যুক্ত করে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এখন জনসচেতনতা তৈরি করতে হবে, তাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















