লোকজ বাঙলা ও দেশীর যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 172
লোকজ বাঙলা এবং দেশীর যৌথ উদ্যোগে গত রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, সাউথএন্ডে অনুষ্ঠিত হলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান “বিজয় ’৭১”। জাতীয় সঙ্গীতের সম্মিলিত পরিবেশনা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং আবু মুসা হাসান-কে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের প্রসারে অসাধারণ অবদানের জন্য আনন্দধারা আর্টসের পরিচালক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং বাংলা সাহিত্যে অনন্য অবদান ও বাঙালি সংস্কৃতির প্রসারে ভূমিকার জন্য অধ্যাপক শাহাদুজ্জামান-কে সম্মাননা প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন স্তরে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
























