ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে সরকার সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে আটক ‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যা করেনি’  চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাবিতে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’, জুতা নিক্ষেপ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি ১৬ ডিসেম্বর গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন

চার দাতব্য সংস্থার জন্য স্পীকার আয়াস মিয়ার চ্যারিটি কারী ইভিনিং

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • / 1581
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]XbHC-07OOqk[/youtube]

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া রাবার স্পিকারের ঐতিহ্য অনুয়ায়ী তার মনোনীত দাতব্য সংগঠন সমুহের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘স্পীকার চ্যারিটি কারি ইভিনিং।
১৯ মার্চ মঙ্গলবার লন্ডনের প্রায় চৌদ্দটি বারার সিভিক মেয়র এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে চ্যারিটি ডিনারে ছিল শুভেচ্ছা বক্তব্য , রাফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুস্বাদু খাবার।

পূর্ব লন্ডনের অট্রিয়াম ব্যান্কুয়েটিং হলে সন্ধ্যা ৭টায় স্পীকার আয়াস মিয়া যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল থেকে আগত সিভিক মেয়র ও অতিথি বৃন্দকে সাথে নিয়ে হলে প্রবেশের মাধ্যমে চ্যারিটি ডিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সেবা ধর্মী সংস্থা ডরসেট কমিউনিটি সেন্টার, স্পোটিং ফাউন্ডেশন, সেন্ট হিলডাস ইস্ট কমিউনিটি সেন্টার ও দি লাইম হাউজ প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহে আয়োজন করা হয় এই চ্যারিটি সন্ধ্যার।
স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার উদ্যোগে আয়োজিত চ্যারিটি কারী ইভিনিং এ লন্ডনের বিভিন্ন কাউন্সিল থেকে আগত সিভিক মেয়র, কাউন্সিলার, কনসর্ট সহ সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

আলিম কামারার প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেন হামের মেয়র কাউন্সিলার সানচায়া আলাসিয়া, ব্রেন্ট কাউন্সিলের মেয়র, কাউন্সিলার আরশাদ মাহমুদ, ব্রমলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার কিম বুটিং, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার র্বানাডিট্রি খান, হেকনি কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ক্লার পোটার, হার্ভিং কাউন্সিলের মেয়র দিলিপ প্যাটেল, হিলিংডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জন মর্গান, হান্সলো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সামিয়া চৌধুরী, লেমবাথ কাউন্সিলের মেয়র কাউন্সিরার ক্রিস্টফার ওয়েলবিলাভ, লুইশাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার জেক পাসোড, মলিভেলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার জাহাঙ্গীর হক, সুইন্ডন কাউন্সিলের মেয়র জুনাব আলী, ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলি লিটিলজন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে স্পীকার আয়াস মিয়া সবাইকে চ্যারেটি ডিনারে অংশ নেয়ার জন্য বিশেষভাবে বলেন, সকলের সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস বারায় স্পীকারের চ্যারেটির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্চেছ। দিন দিন বহু প্রতিষ্ঠান সম্পৃক্ত হচ্ছে এর সাথে।

 

কণ্ঠ: সুমু মির্জা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আনোয়ারুল ইসলাম অভি

সম্পাদক; ৫২বাংলাটিভি ডটকম
ট্যাগস :

চার দাতব্য সংস্থার জন্য স্পীকার আয়াস মিয়ার চ্যারিটি কারী ইভিনিং

আপডেট সময় : ০৬:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯

[youtube]XbHC-07OOqk[/youtube]

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া রাবার স্পিকারের ঐতিহ্য অনুয়ায়ী তার মনোনীত দাতব্য সংগঠন সমুহের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘স্পীকার চ্যারিটি কারি ইভিনিং।
১৯ মার্চ মঙ্গলবার লন্ডনের প্রায় চৌদ্দটি বারার সিভিক মেয়র এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে চ্যারিটি ডিনারে ছিল শুভেচ্ছা বক্তব্য , রাফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুস্বাদু খাবার।

পূর্ব লন্ডনের অট্রিয়াম ব্যান্কুয়েটিং হলে সন্ধ্যা ৭টায় স্পীকার আয়াস মিয়া যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল থেকে আগত সিভিক মেয়র ও অতিথি বৃন্দকে সাথে নিয়ে হলে প্রবেশের মাধ্যমে চ্যারিটি ডিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সেবা ধর্মী সংস্থা ডরসেট কমিউনিটি সেন্টার, স্পোটিং ফাউন্ডেশন, সেন্ট হিলডাস ইস্ট কমিউনিটি সেন্টার ও দি লাইম হাউজ প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহে আয়োজন করা হয় এই চ্যারিটি সন্ধ্যার।
স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার উদ্যোগে আয়োজিত চ্যারিটি কারী ইভিনিং এ লন্ডনের বিভিন্ন কাউন্সিল থেকে আগত সিভিক মেয়র, কাউন্সিলার, কনসর্ট সহ সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

আলিম কামারার প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেন হামের মেয়র কাউন্সিলার সানচায়া আলাসিয়া, ব্রেন্ট কাউন্সিলের মেয়র, কাউন্সিলার আরশাদ মাহমুদ, ব্রমলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার কিম বুটিং, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার র্বানাডিট্রি খান, হেকনি কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ক্লার পোটার, হার্ভিং কাউন্সিলের মেয়র দিলিপ প্যাটেল, হিলিংডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জন মর্গান, হান্সলো কাউন্সিলের মেয়র কাউন্সিলার সামিয়া চৌধুরী, লেমবাথ কাউন্সিলের মেয়র কাউন্সিরার ক্রিস্টফার ওয়েলবিলাভ, লুইশাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার জেক পাসোড, মলিভেলি কাউন্সিলের মেয়র কাউন্সিলার জাহাঙ্গীর হক, সুইন্ডন কাউন্সিলের মেয়র জুনাব আলী, ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার সেলি লিটিলজন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে স্পীকার আয়াস মিয়া সবাইকে চ্যারেটি ডিনারে অংশ নেয়ার জন্য বিশেষভাবে বলেন, সকলের সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস বারায় স্পীকারের চ্যারেটির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্চেছ। দিন দিন বহু প্রতিষ্ঠান সম্পৃক্ত হচ্ছে এর সাথে।

 

কণ্ঠ: সুমু মির্জা