ঢাকা-৮ আসনের প্রার্থীকে প্রকাশ্যে গুলি, নির্বাচনী পরিবেশ বানচালের ‘নীলনকশা’ বলছে বিএনপি
- আপডেট সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 50
নির্বাচনের তফসিল ঘোষণার একদিনে মাথায় ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে এ হামলা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, “ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সংকটাপন্ন।”
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।” তিনি বলেন, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসেছিল।
হাদিকে হাসপাতালে আনা একজন জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়কের বাম কানের পাশে গুলি লাগে। একই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ফাঁড়ির এএসআই শরীফুল ইসলাম।
হাদির এক সহযোদ্ধা বলেন, জুমার পর মসজিদে তাদের লিফলেট বিতরণের কর্মসূচি ছিল। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার ও আলোচনার পরিকল্পনা ছিল। এর মধ্যেই হামলার খবর পান তারা।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় দেখা গেছে। সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “কারা কী কারণে তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।”
ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাদি। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিকাল ৪টার দিকে তাকে দেখতে হাসপাতালে আসেন। জামায়াতের নায়েবে আমির হেলাল উদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও একই আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির নেতৃত্বে ‘ইনকিলাব মঞ্চ’ নামে সাংস্কৃতিক-রাজনৈতিক প্ল্যাটফর্মের সূচনা হয়। সংগঠনটির লক্ষ্য—‘সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ’।
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পরিচিত মুখ হাদি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে বলেছিলেন, “এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে।”
বিএনপি বলছে—এটি ভোটের পরিবেশ বানচালের ‘নীলনকশা’
গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “এই আক্রমণ সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা। দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
“পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হিংস্র সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বিএনপি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে এবং গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদির আশু সুস্থতা কামনা করছে।”
হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস
বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও সমর্থকেরা।
পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও বিভিন্ন স্লোগান দেন।

















