ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও ৩০ দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে লন্ডনে ফ্লাই রবিবার, নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার ‘নানা রোগের সূচনা’ জানালেন ফখরুল মহাকাশ থেকে পবিত্র  কাবা শরিফের উজ্জ্বল ছবি আন্দোলনে থাকা প্রাথমিকের শিক্ষকদের বদলি, ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন? খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না কুকুরছানা হত্যা মামলায় মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু খালেদা জিয়াকে লন্ডন নিতে ঢাকায় আসছেন জুবাইদা যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ বাংলাদেশি শিক্ষার্থী!

নূরের উপর হামলা, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র?

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 367

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হক নূর

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে দেশের ভবিষ্যত রাজনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আগামী ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার আয়োজন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ওই হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিক আহসান কবির ঘটনার বিশ্লেষণ লিখেছেন সমাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি ‘‘ নুর নামের ছেলেটার নিয়তি যেন মার খাওয়া …আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে সে একাধিকবার মার‌ খেয়েছে। সে আজ‌ও যৌথ বাহিনীর মার খেয়ে রক্তাক্ত হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে সে কি ভাবছে জানি না,আমার মনে কয়েকটি প্রশ্ন জেগেছে..
এক. যৌথ বাহিনী কার নির্দেশ পালন করেছে? সরকারের, নাকি জাতীয় পার্টির? দুই. মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের কোনো অনুষ্ঠান হলে সেখানে মব সৃষ্টি করার রেওয়াজ শুরু করেছে এই সরকার…। আজ মব সৃষ্টি কিংবা ধাওয়া শুরু করেছে কারা? ভিপি নুরের দল? সে কারণেই কি যৌথবাহিনী তাকে পিটিয়েছে? …চার. নির্বাচনকে সামনে রেখে কি এ ঘটনা ঘটানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মানে আওয়ামী লীগের নতুন করে মাঠে নামার সম্ভাবনা যদি হয়, জাতীয় পার্টিকে নিয়েও কি সরকার একই ভয় পাচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে কি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হবে?
পাঁচ. আইন উপদেষ্টা মহোদয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সরকারের পরিচালনাধীন যৌথ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। যৌথ বাহিনীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? …সাত. ড. ইউনুস আপনি আসলে কার এজেন্ডা বাস্তবায়িত করতে এসেছেন? আপনার কারণে আমাদের জন্য কি ভয়ংকর কোনো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে?’’

আহসান কবিরের এই বিশ্লেষণের নিচে নিজের আশঙ্কার কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক আহমদ নূর আলম। তিনি লিখেছেন, ‘‘পুরো নির্বাচনটাই জামাতকে জয়ী করার ছক সাজিয়ে এগোচ্ছে। মাঠে জামাত ছাড়া কোনো দলকে নামতে দেয়া হবে না। বিএনপিকেও ছাড় দেয়া যাবে না। জামাত সরকার গড়তে পারবে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত হামলা মামলা ধড় পাকড় খুন খারাবী চলতে থাকবে। সবই পরিকল্পিত।’’

সাংবাদিক হারুন অর রশীদ লিখেছেন, ‘‘ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নিয়োগকর্তা জোনাকী ভট্টাচার্য ও জলিলুর রহমান। এই সমীকরণ মেলাতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি অনেকেই বুঝতে পারছেন, নূরুর ওপর কারা এবং কেন এই হামলা করেছে। নুরুকে এখানে ব্যবহার করা হয়েছে, অথবা বলির পাঠা বানানো হয়েছে। উদ্দেশ্য একটাই, নির্বাচন ভণ্ডুল।’’

সাংবাদিক মিসবাহ জামিল ফেসবুকে লিখেছেন, ‘‘গণঅধিকার পরিষদ জাপার অফিস ঘেরাও করতে গেছেন। নুরুও ছিলেন সেখানে। প্রচলিত ভাষায় যেটা মব। তো এই মব নিয়ে টানাটানি চলছে। একপক্ষ বলছে, মব করতে গেলে আইনরক্ষাবাহিনি সালাম করবে না কি? আরেকপক্ষ বলছে, জাপাকে রক্ষা করতে কেন নুরুকে পেটানো হলো। কিন্তু আমি যেটা বলব, মানে যে বিষয়টি কেন্দ্রে রাখব, সেটা হলো নুরুর ইনজুরি। মানে এখানে মব করতে গিয়ে মবেরই শিকার হয়েছেন নুরু। একটা রাজনৈতিক দলের কাজ যেমন মব করা না, তেমনি আইনরক্ষাবাহিনিরও সেটা কাজ না। তবে রাজনৈতিক দল অনেক সময় মব করে থাকে। সেটা আবার জনতার দ্বারা বৈধতাও পায়। কিন্তু আইনরক্ষাবাহিনির মব কোনোভাবেই করার যুক্তি নাই। তারা মব নিবৃত্ত করবে।কিন্তু তা না করে তারাই যখন গলদ করে, তখন সেটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা মোকাবিলা করার গিয়ান থাকা জরুরি আপনার/আপনাদের। গিয়ান নাই বলেই নির্বাচন বানচাল করতে চান। পিআর নিয়ে ফাও প্যাচাল পাড়েন।’’

Abu Ali Sina নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘‘তীব্র নিন্দা জ্ঞাপন করছি! ভিপি নূর বিকাশ নূরই কেন সদলবলে সন্ধ্যেবেলা জাতীয় পার্টির অফিসে গিয়ে মব ভায়োলেন্স করে পুলিশ মিলিটারির মার খেলেন, রক্তাক্ত হলেন, দেশ ও জাতির সহানুভূতি পেলেন, হিসেব মিলছে না !!’’

Anwar Chowdhury নামের একজন লিখেছেন, ‘‘ঘুমিয়ে আছে প্রথম আলো। র-ক্তা-ক্ত নূর হাসপাতালের আইসিইউতে। কিন্তু প্রথম আলো এখনও জানেই না, এমন ঘটনা ঘটেছে ! সন্ধ্যা রাতের ঘটনায় রাত ১২টা ১২ মিনিটে সর্বশেষ আপডেট প্রতিবেদনেও উল্লেখ নেই নূরের আহত হওয়ার খবর।
প্রথম আলোকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে দেখলে কিংবা মূলচিত্র এড়িয়ে যেতে দেখলেই সন্দেহ বাড়ে, মনে হয় ঘটনা গো-ল-মে-লে।’’

নিউজটি শেয়ার করুন

নূরের উপর হামলা, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র?

আপডেট সময় : ০২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে দেশের ভবিষ্যত রাজনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আগামী ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার আয়োজন হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ওই হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিক আহসান কবির ঘটনার বিশ্লেষণ লিখেছেন সমাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি ‘‘ নুর নামের ছেলেটার নিয়তি যেন মার খাওয়া …আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে সে একাধিকবার মার‌ খেয়েছে। সে আজ‌ও যৌথ বাহিনীর মার খেয়ে রক্তাক্ত হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে সে কি ভাবছে জানি না,আমার মনে কয়েকটি প্রশ্ন জেগেছে..
এক. যৌথ বাহিনী কার নির্দেশ পালন করেছে? সরকারের, নাকি জাতীয় পার্টির? দুই. মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের কোনো অনুষ্ঠান হলে সেখানে মব সৃষ্টি করার রেওয়াজ শুরু করেছে এই সরকার…। আজ মব সৃষ্টি কিংবা ধাওয়া শুরু করেছে কারা? ভিপি নুরের দল? সে কারণেই কি যৌথবাহিনী তাকে পিটিয়েছে? …চার. নির্বাচনকে সামনে রেখে কি এ ঘটনা ঘটানো হয়েছে? মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান মানে আওয়ামী লীগের নতুন করে মাঠে নামার সম্ভাবনা যদি হয়, জাতীয় পার্টিকে নিয়েও কি সরকার একই ভয় পাচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে কি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হবে?
পাঁচ. আইন উপদেষ্টা মহোদয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সরকারের পরিচালনাধীন যৌথ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। যৌথ বাহিনীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? …সাত. ড. ইউনুস আপনি আসলে কার এজেন্ডা বাস্তবায়িত করতে এসেছেন? আপনার কারণে আমাদের জন্য কি ভয়ংকর কোনো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে?’’

আহসান কবিরের এই বিশ্লেষণের নিচে নিজের আশঙ্কার কথা লিখেছেন সিনিয়র সাংবাদিক আহমদ নূর আলম। তিনি লিখেছেন, ‘‘পুরো নির্বাচনটাই জামাতকে জয়ী করার ছক সাজিয়ে এগোচ্ছে। মাঠে জামাত ছাড়া কোনো দলকে নামতে দেয়া হবে না। বিএনপিকেও ছাড় দেয়া যাবে না। জামাত সরকার গড়তে পারবে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত হামলা মামলা ধড় পাকড় খুন খারাবী চলতে থাকবে। সবই পরিকল্পিত।’’

সাংবাদিক হারুন অর রশীদ লিখেছেন, ‘‘ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নিয়োগকর্তা জোনাকী ভট্টাচার্য ও জলিলুর রহমান। এই সমীকরণ মেলাতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি অনেকেই বুঝতে পারছেন, নূরুর ওপর কারা এবং কেন এই হামলা করেছে। নুরুকে এখানে ব্যবহার করা হয়েছে, অথবা বলির পাঠা বানানো হয়েছে। উদ্দেশ্য একটাই, নির্বাচন ভণ্ডুল।’’

সাংবাদিক মিসবাহ জামিল ফেসবুকে লিখেছেন, ‘‘গণঅধিকার পরিষদ জাপার অফিস ঘেরাও করতে গেছেন। নুরুও ছিলেন সেখানে। প্রচলিত ভাষায় যেটা মব। তো এই মব নিয়ে টানাটানি চলছে। একপক্ষ বলছে, মব করতে গেলে আইনরক্ষাবাহিনি সালাম করবে না কি? আরেকপক্ষ বলছে, জাপাকে রক্ষা করতে কেন নুরুকে পেটানো হলো। কিন্তু আমি যেটা বলব, মানে যে বিষয়টি কেন্দ্রে রাখব, সেটা হলো নুরুর ইনজুরি। মানে এখানে মব করতে গিয়ে মবেরই শিকার হয়েছেন নুরু। একটা রাজনৈতিক দলের কাজ যেমন মব করা না, তেমনি আইনরক্ষাবাহিনিরও সেটা কাজ না। তবে রাজনৈতিক দল অনেক সময় মব করে থাকে। সেটা আবার জনতার দ্বারা বৈধতাও পায়। কিন্তু আইনরক্ষাবাহিনির মব কোনোভাবেই করার যুক্তি নাই। তারা মব নিবৃত্ত করবে।কিন্তু তা না করে তারাই যখন গলদ করে, তখন সেটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা মোকাবিলা করার গিয়ান থাকা জরুরি আপনার/আপনাদের। গিয়ান নাই বলেই নির্বাচন বানচাল করতে চান। পিআর নিয়ে ফাও প্যাচাল পাড়েন।’’

Abu Ali Sina নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘‘তীব্র নিন্দা জ্ঞাপন করছি! ভিপি নূর বিকাশ নূরই কেন সদলবলে সন্ধ্যেবেলা জাতীয় পার্টির অফিসে গিয়ে মব ভায়োলেন্স করে পুলিশ মিলিটারির মার খেলেন, রক্তাক্ত হলেন, দেশ ও জাতির সহানুভূতি পেলেন, হিসেব মিলছে না !!’’

Anwar Chowdhury নামের একজন লিখেছেন, ‘‘ঘুমিয়ে আছে প্রথম আলো। র-ক্তা-ক্ত নূর হাসপাতালের আইসিইউতে। কিন্তু প্রথম আলো এখনও জানেই না, এমন ঘটনা ঘটেছে ! সন্ধ্যা রাতের ঘটনায় রাত ১২টা ১২ মিনিটে সর্বশেষ আপডেট প্রতিবেদনেও উল্লেখ নেই নূরের আহত হওয়ার খবর।
প্রথম আলোকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় নীরব থাকতে দেখলে কিংবা মূলচিত্র এড়িয়ে যেতে দেখলেই সন্দেহ বাড়ে, মনে হয় ঘটনা গো-ল-মে-লে।’’