সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’- এই স্লোগানে জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেদ্দা কনস্যুলেটের মিডিয়া সেন্টারে প্রবাসীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে কনসাল জেনারেল জেদ্দা।
এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। বক্তব্য দেন শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, রিয়াদ দুতাবাস ইকোনিমেক কাউন্সেলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, কাউন্সেলর মুজিবুর রহমান, কাউন্সেলর মোহাম্মদ কামরুজ্জামান সোনালী ব্যাংক প্রতিনিধি ফজলুল কবির, প্রথম সচিব কামরুজ্জামান ভুঁইয়া, প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, কার্যলয় প্রধান মোস্তফা জামিলসহ কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারি জেদ্দা’স্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক এবং গনমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
এসময় কনসাল জেনারেল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন প্রকল্প ও এর সুফলের কথা তুলে ধরেন।