সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা  » «   ‘ভুইফোঁড়’ সংগঠনের দাবিতে গ্রাফিতি সরানো হল কেন? সমাবেশে প্রশ্ন  » «   সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়  » «   ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড  » «   প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে: সলিমুল্লাহ খান  » «   বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন  » «   শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে
নতুন কমিটির ইফতার ও দোয়া মাহফিল



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকের  নব-গঠিত কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিরের আয়োজন  করা হয়।

২৬ মার্চ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে  নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এর পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের  কোষাধ্যক্ষ  নুরুল ইসলাম দুদুর  কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। রমজানের তাযপর্য  নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন মৌলানা  খায়রুল ইসলাম।

ইফতার পূর্ব  বক্তব্যে সভাপতি  খলিলুর রহমান সংগঠনের অতীতের ধারাবাহিকতাকে সামনে রেখে আরও উদ্যোমে বিশেষ করে বৃটেনে বেড়ে ওঠা প্রজন্মদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে- প্রবীনদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে বৃটেনে বড়লেখার  আলোকিত ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কৃতিগুলো সকলের সামনে তুলে ধরা। যাতে নতুন প্রজন্ম দেশের প্রতি বেশী করে আকৃষ্ট হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক  নাজমুল ইসলাম   বাংলাদেশে বড়লেখার বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের সার্বিক কল্যাণে আরও বেশী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন- নবগঠিত কমিটির পক্ষ থেকে আমরা  নিজ অঞ্চলের মানুষের কল্যাণে সকলের সহযোগিতার  কামনা করেন।

ইফতার পূর্ব আলোচনায় গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে – অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের আরও বেশী সম্পৃক্ত করে  বাস্তবধর্মী সামাজিক ও মানবিক কাজে সকলের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি  আহমদ জুবায়ের লিটন,  উপদেষ্টা আব্দুস শুক্কুর ও নজরুল ইসলাম, প্রবীন মুরব্বী আব্দুল আহাদ, সাবেক সভাপতি লিয়াকত খান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুসা,মোস্তাক আহমদ ও হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ ,সাবেক কোষাধ্যক্ষ বদরুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাব্বির আহমদ,  সিরাজুল ইসলাম, হোসেন আহমদ,আব্দুল হক খান (পংকি) ,আলম হোসেন তুহীন, নুরুল ইসলাম, লতিবুর রহমান লতি, রুকন আহমদ, এনামউদ্দিন, কামাল হোসেন,শাহীন আহমদ,আবদুস সামাদ রাজু, আব্দুল হামিদ, ফরহাদ আহমদ, ওয়াহিদুর রহমান, ফখরুল ইসলাম, আবু রহমান, আব্দুল মানিক ও ফয়ছল।

এছাড়াও ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন  রাজনীতিবিদ লুৎফর  রহমান ছায়াদ, তারেক আহমদ,  মানিক  ও সংগঠক ।

রমজানে এই আয়োজনটি সফল করায়  গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির  সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও কোষাধ্যক্ষ  নুরুল ইসলাম দুদু।

গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন