সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটো শিক্ষা প্রতিষ্ঠানে দেশের সাথে সঙ্গতি রেখে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে।
দেশটির রাজধানী আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহের বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালিন সময়ে আবুধাবীর স্কুলে দূতাবাসের কর্মকর্তা এবং রাস আল খাইমাহ স্কুলে কন্স্যুলেটের কর্মকর্মতারা পরীক্ষা তত্ত্বাবধান করেন বলে জানা গেছে।
আবুধাবীর শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের জেএসসি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ৬০জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এবং রাস আল খাইমাহের বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।