ইউকে-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,প্রথম আলো লন্ডন প্রতিনিধি সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদ ৫মার্চ মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ ৬ মার্চ বুধবার বেলা ২ টায় বড়লেখার কলাজুরা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সাইদুল ইসলাম তার বাবার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ইউকে বাংলা প্রেসক্লাবের শোক :
ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খছরু,সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জ্যেষ্ঠ সহ সভাপতি মুনজের আহমদ চৌধুরী,সহ সভাপতি আব্দুর রশীদ এক যুক্ত বিবৃতিতে সাইদুলের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, আল্লাহপাক মরহুমকে জান্নাতবাসী করেন ও মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।