বিয়ানীবাজার পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক ৪ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৭০ ভোট।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পৌর নির্বাচনের রিটানিং কর্মকর্তা আলমগীর হোসেন চামচ প্রতীকে ফারুকুল হককে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন।
রিটানিং কর্মকর্তা ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোবাইল প্রতীকে আব্দুস সবুর ২ হাজার ২১৮ ভোট, জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১ হাজার ৪৯৯ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ১ হাজার ৪৬৩ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৭১ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ১ হাজার ১৬৪ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন মাত্র ২১৫ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ১৩৮ ভোট এবং কাস্তে প্রতীকের আবুল কাশেম ১৭৩ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় মোট ২৭ হাজার ৭৯০ ভোটারের মধ্যে ১০টি কেন্দ্রে গৃহীত ভোটের সংখ্যা ১৪ হাজার ৩৬ ভোট। এরমধ্যে ১৪ হাজার ১১ ভোট বৈধ ও ২৫টি বাতিল করা হয়।
এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর শফি চৌধুরী এলিম। উপজেলার ১০২ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী মঞ্জুর শাফি পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সফিক উদ্দিন ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটারের মধ্যে ৬৭ হাজার ৫৯১ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৮২৪ ভোট বাতিল এবং ৬৬ হাজার ৬২৭ ভোট বৈধ হয়।
উল্লেখ্য দুজনই যুক্তরাষ্ট্র থেকে এসে এলাকায় নির্বাচিত হয়েছেন ।