দূর পরবাসে স্বজনহীন ঈদে প্রবাসিরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয়। পরবাসে একজন বাংলাদেশি আরেক বাংলাদেশির যেন পরম আত্মীয়। আর এই বন্ধন করে দেয় সামাজিক সংগঠনগুলো। আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফেরাম আয়োজিত ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় এসব বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহের ন্যাশনাল পার্কে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। সাধারণ সম্পাক বারেকুজ্জামান ও তরিকুল ইসলাম শামীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি আল হিয়াম গ্রুপের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খা মজনু।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি মনসুর খলিল, সহ সম্পাদক আহসান হাবী, মকবুল হোসেন, বদরুল হুদা, কামরুল হোসেন, জুড়ি ওযেলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সহ অনেকে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতি, গানের কলি, হাড়ি ভাঙা, মহিলাদের বালিশ বদল ও সাধারণ জ্ঞান, রশি টান, মোরগের লড়াই, বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো সহ নানারকম দেশীয় খেলার আয়োজন করা হয়।
পরে বিজয়ীদেরকে রোজমাউন্ট পাউফিমের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।