জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে ৷১ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে দুই পর্বের অনুষ্ঠানে ছিল- সাধারণ সভা ও সংগঠনের নির্বাচন ৷
সংগঠনের সভাপতি মো. হামিদুর রহমান চৌধুরী আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল হাকিম ।
স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি হামিদুর রহমান চৌধুরী আজাদ ৷কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন বিগত দুই বছরের আর্থিক রিপোর্ট এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন প্রদান করেন ৷
সভায় নবগঠিত কার্যকরী কমিটির পরিচয় তুলে ধরা হয়। এছাড়াও সংগঠনের বিগত দিনের কার্যক্রম সম্মলিত প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচণ করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, উপদেষ্টা মাওলানা শেহাব উদ্দিন, আলহাজ্ব ঈসমাইল আলী, শিহাব আহমদ চৌধুরী সাবু ও মো. জিয়াউর রহমান সহ জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। ৷
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, মসিউর রহমান শাহিন, বর্তমান সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বাবুল আহমদ, জুবের আহমদ লস্কর, জয়নাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামীম শাহান, বর্তমান যুগ্ম সম্পাদক এ কে এম মাছুম, রাসেল আলম চৌধুরী বাবু, সহ সম্পাদক আব্দুল বাছিত মুকুল, হাসনাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শাহ সালাহ উদ্দিন সোহেল, মো. শাহনেওয়াজ বদরুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোছলেহ উদ্দিন, অফিস সম্পাদক বদরুজ্জামান চৌধুরী, নির্বাহী সদস্য আতিকুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কামরুল হোসেন দেলওয়ার, মো. এবাদ উদ্দিন, মো. আশরাফুর রহমান, ছাইদুর রহমান শাহেদ, আসিক এলাহী লস্কর ফরহাদ, মো. কামরুল আজিজ, কাজী হায়দার হোসেন খালিক বাদল, মাওলানা নিজাম উদ্দিন, আফজাল আহমদ চৌধুরী, আলহাজ্ব হিরক মিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী, প্রমুখ ৷
দ্বিতীয় পর্বে -নির্বাচন কমিশনারবৃন্দ- জুবের আহমদ লস্কর কে সভাপতি, মো. আতিকুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোছলেহ উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে দুই বছরের জন্য পয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ৷
শেষে সকল মানুষের কল্যাণ, পরলোকগতদের আত্নার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন