ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী: বিশ্বনেতৃবৃন্দের ঐক্যবদ্ধ কাজ করার আহবান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • / 1722
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

[youtube]sASeySwtFys[/youtube]

 

 

স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন -কোপ টুয়েন্টি ফাইভ । ২ ডিসেম্বর  সোমবার  সকালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে-  উদ্ভোধনি অনুষ্ঠানে যুগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সাঞ্চেজ এসময় তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ ভৌগলিকভাবে  নিন্মভূমির দেশগুলো-নিকট ভবিষ্যতে সবার আগে এবং সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হবার আশংকা পূণ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জিডিপির ধারাবাহিক বৃদ্ধির  ইতিবাচক তথ্য তুলে ধরে- ক্লাইমেটচেঞ্জ- সমস্যার কারণে আগামী দিনগুলোতে লক্ষমাত্রা ধরে রাখার সংগ্রাম ও সংশয়ের কথা- বক্তব্যে উল্লেখ করেন।

 

এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলায়,  তার  সরকারের গৃহীত নানা প্রদক্ষেপ এর কথা তুলে ধরেছেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৫টায় কপ-টুয়েন্টি এর সম্মেলনস্থল ফেরিয়া মাদ্রিদের হলে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা পাটের তৈরী ব্যাগ,বাংলাদেশের তথ্যাবলী সমৃদ্ধ স্যুভেনির ইত্যাদি  পর্যবেক্ষণ করেন।

পরে প্রধানমন্ত্রী পরিবেশবিদদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পররাস্ট্রমন্ত্রী -এ কে আব্দুল মোমেন এমপি,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী -মো.শাহাব উদ্দিন এমপি,স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত- হাসান মাহমুদ খন্দকার সহ দেশ বিদেশের সাংবাদিকসহ স্পেন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও আ্যাকশন ফর সারভাইভাল ভ্যানারেবল নেশন্স কপ- টুয়েন্টিফাইভ  লিডার্স শীষর্ক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

৩ডিসেম্বর  মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাংলাদেশের একটি বিশেষ বিমানে মাদ্রিদ ত্যাগ করেন।

প্রসঙ্গত আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত জলবায়ু সম্মেলন চলবে।আগামী ৮ ডিসেম্বর পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ থেকে পরিবেশবিদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সম্মেলনে যোগ দেবেন- বলে জানা গেছে।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মো: ছালাহ উদ্দিন

স্পেন ব্যুরো
ট্যাগস :

জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধানমন্ত্রী: বিশ্বনেতৃবৃন্দের ঐক্যবদ্ধ কাজ করার আহবান

আপডেট সময় : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

[youtube]sASeySwtFys[/youtube]

 

 

স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন -কোপ টুয়েন্টি ফাইভ । ২ ডিসেম্বর  সোমবার  সকালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে-  উদ্ভোধনি অনুষ্ঠানে যুগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সাঞ্চেজ এসময় তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ ভৌগলিকভাবে  নিন্মভূমির দেশগুলো-নিকট ভবিষ্যতে সবার আগে এবং সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হবার আশংকা পূণ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জিডিপির ধারাবাহিক বৃদ্ধির  ইতিবাচক তথ্য তুলে ধরে- ক্লাইমেটচেঞ্জ- সমস্যার কারণে আগামী দিনগুলোতে লক্ষমাত্রা ধরে রাখার সংগ্রাম ও সংশয়ের কথা- বক্তব্যে উল্লেখ করেন।

 

এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলায়,  তার  সরকারের গৃহীত নানা প্রদক্ষেপ এর কথা তুলে ধরেছেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৫টায় কপ-টুয়েন্টি এর সম্মেলনস্থল ফেরিয়া মাদ্রিদের হলে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা পাটের তৈরী ব্যাগ,বাংলাদেশের তথ্যাবলী সমৃদ্ধ স্যুভেনির ইত্যাদি  পর্যবেক্ষণ করেন।

পরে প্রধানমন্ত্রী পরিবেশবিদদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পররাস্ট্রমন্ত্রী -এ কে আব্দুল মোমেন এমপি,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী -মো.শাহাব উদ্দিন এমপি,স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত- হাসান মাহমুদ খন্দকার সহ দেশ বিদেশের সাংবাদিকসহ স্পেন বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও আ্যাকশন ফর সারভাইভাল ভ্যানারেবল নেশন্স কপ- টুয়েন্টিফাইভ  লিডার্স শীষর্ক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

৩ডিসেম্বর  মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাংলাদেশের একটি বিশেষ বিমানে মাদ্রিদ ত্যাগ করেন।

প্রসঙ্গত আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত জলবায়ু সম্মেলন চলবে।আগামী ৮ ডিসেম্বর পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ থেকে পরিবেশবিদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সম্মেলনে যোগ দেবেন- বলে জানা গেছে।

 

 

কণ্ঠ: সুমু মির্জা