ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার সময় সাহায্য চেয়েও না পাওয়া অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের  দেশে আজও আগুন, পুড়লো উদীচী কার্যালয় ওসমান হাদির দাফন জাতীয় কবির পাশে, জানাজা শনিবার সংসদের সামনে ছায়ানট ভবনে হামলা: জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ, হামলাকারীদের ফুটেজ দেখে চিহ্নিত করার ঘোষণা ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা, লাশ গাছে ঝুলিয়ে আগুন ২৭ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ থাকল প্রথম আলো, কর্মীদের মানববন্ধন এক রাতে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ: ২ সংবাদপত্র বন্ধ, সম্পাদক আক্রান্ত, ৩২ নম্বর, ছায়ানট, ভারতীয় হাই কমিশনের ৩ শাখায় আগুন  শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোকবার্তা জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে লন্ডনে ডা. শফিকুর রহমান ‘অপপ্রচার ও গুজবে’ কান না দেওয়া ও হঠকারীমূলক সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ওসমান হাদির দাফন জাতীয় কবির পাশে, জানাজা শনিবার সংসদের সামনে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 45
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওসমান হাদির জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয় ওই বার্তায়।

এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয়।

পরিবারের দাবির ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান জুমা। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে থেকেও এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, “পরিবারের দাবির ভিত্তিতে হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার বাদ জোহর জানাজা শেষে মিছিলসহ মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে।”

তিনি বলেন, “মরদেহ দেখার সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।”

মরদেহ গ্রহণ

শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয় তাকে। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ওসমান হাদির দাফন জাতীয় কবির পাশে, জানাজা শনিবার সংসদের সামনে

আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওসমান হাদির জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয় ওই বার্তায়।

এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয়।

পরিবারের দাবির ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান জুমা। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে থেকেও এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, “পরিবারের দাবির ভিত্তিতে হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে শনিবার বাদ জোহর জানাজা শেষে মিছিলসহ মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে।”

তিনি বলেন, “মরদেহ দেখার সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।”

মরদেহ গ্রহণ

শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয় তাকে। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।