­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «   পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?  » «   কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কী?  » «  

ঢাকায় ২ টাকার চিকিৎসা সেবা দিচ্ছে ‘পারি’ সংগঠন



প্রতি শুক্রবার রাজধানীর উত্তরায় ২ টাকার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন। যেখানে স্বেচ্ছায় দেশের বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক গণ চিকিৎসা দিয়ে থাকেন,ইট পাথরের বড়  বড় অট্রালিকার শহরে সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র সকল বস্তিবাসী,শিশু-কিশোর,রিক্সা-ভ্যান ড্রাইবার,আয়া-বুয়া,ঝাড়ুদার,দারোয়ান,দিনমজুর,হকার ও অন্যান্যদের।

পারি ফাউন্ডেশনের এ উদ্যোগের ১ম দিকে শুধু বিশেষজ্ঞ ডাঃ দেখানোর পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে তারা ব্যবস্থাপত্রের পাশাপাশি রোগীদের সাধ্যমতো ঔষধপত্র ও বিতরণ করছেন।

পারি’র ‘২ টাকায় চিকিৎসা’ কার্যক্রমে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজ উত্তরা ১২নং সেক্টরের কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন সাভার এনাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী বিভাগ)ডা: তানিয়া আকবর এবং ডা: ফয়সাল আহমেদ।

পারির এই মহতী কার্যক্রমের সাথে শরিক হয়ে ডাঃ তানিয়া আকবর বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের উচিত পারির মতো সংগঠন গুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করতে দেশের সব ধরণের রোগীদের কাছে এ সেবা পৌঁছে দেওয়া।
অসহায় রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ঔষধ প্রদানে আর্থিক সহায়তা করে পারি ফাউন্ডেশনের ২ টাকার চিকিৎসা সেবাকে চালিয়ে নিতে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

পারি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু তালিব বলেন, ২টাকার চিকিৎসা সেবা নিতে আসা অসহায় মানুষগুলো প্রত্যক্ষভাবে আমাদেরকেই সেবা দিয়ে যাচ্ছে। দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। শুধুমাত্র আপনাদের অনুদানেই পারে ফাউন্ডেশন মাত্র ২ টাকায় ঔষধপত্রসহ অসহায় গরীব মানুষদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিতে।আমাদের এই কার্যক্রমে চিকিৎসা নেয়া অধিকাংশ রোগীদেরই ডাক্তার দেখানো বা ঔষধপত্র কেনার সামর্থ নাই। এইসব অসহায় বস্তিবাসী ও ভাসমান মানুষদের চিকিৎসার্থে সবার সহযোগীতা কামনা করছি।

বিস্তারিত ……

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন