আমিরাতে যাদের রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসা বা এমিরেটস আইডির মেয়াদ মার্চ ১ এর পর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আর যারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ মার্চ ১ এর পর শেষ হয়ে থাকলে, তাদের জন্যেও ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নতুন এ দু আইনের জন্য অন্যান্য দেশের প্রবাসিদের মতো বাংলাদেশিরাও উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন প্রবাসিরা।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে আরো ২৩,৩৮০ করোনা পরীক্ষা করা হয়েছে । আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১৭২ জন এবং আরো ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে প্রতিদিন ১০০০০ পরীক্ষা করার ক্ষমতা রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪১২৩ জন। সুস্থ হয়েছেন ৮৫২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২৫ জনের।
সংযুক্ত আরব আমিরাত কোভিড ১৯ এর চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির পরীক্ষামূলক চেষ্টা শুরু করেছে এবং এর কার্যকারিতা নিয়ে গবেষণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সরকার বিশ্বজুড়ে যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এ নিয়ে আরও তদন্ত করতে আগ্রহী।
দেশটির রাজধানী আবুধাবিতে নতুন আইন জারি করা হয়েছে। শ্রমিকরা আবুধাবি থেকে বের হতে পারবে না আর অন্য কোনো প্রদেশ থেকেও রাজধানীতে প্রবেশ নিষেধ করা হয়েছে।
আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন বিভাগ জানিয়েছে, “সংস্থাগুলিকে আর আবুধাবি থেকে কর্মী প্রেরণের অনুমতি নেই এবং তাদের ভ্রমণ আবুধাবি, আল আইন ও আল ধফ্রার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।”এছাড়াও আবুধাবিতে অন্যান্য আমিরাত থেকে শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং সংক্রমণের সম্ভাবনা কমাতে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এই উদ্যোগ এমনটি জানানো হয়েছে।