পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমাজে কিছু ব্যক্তি থাকেন যারা সমাজকে আলোকিত করে। প্রনব কুমার বণিক ছিলেন তেমনি একজন আলোকিত মানুষ। তিনি জগন্নাথপুরের শিল্প ও সংস্কৃতি চর্চা কে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।তাঁর মৃত্যুতে জগন্নাথপুরের মানুষ একজন স্বজ্জন গুনী চিত্র শিল্পী কে হারিয়েছে। আমরা তাঁর বিদ্রেহী আত্মার শান্তি কামনা করি।
তিনি শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ চিত্রশিল্পী প্রনব কুমার বণিক এর স্মরনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমেদ সজল এর সভাপতিত্বে ও আর্ট স্কুলের শিক্ষক কুশল রায়ের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন আর্ট স্কুলের শিক্ষক শিপা বেগম।