সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধু সুলভ বাংলাদেশ মহিলা সংগঠন কাতালোনীয়ার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ডিসেম্বর শনিবার বার্সেলোনার একটি সেন্ট্রসিভিক হলরুমে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় সংগঠনের সভাপতি শিউলি আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কমার্শিয়াল কন্স্যুলর রিদোয়ান আহমেদ এবং সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক।
এছাড়াও বন্ধু সুলভ মহিলা সংগঠনের নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দিলরুবা আফরোজ,সাংগঠনিক সম্পাদক হীরা জামান, উপদেস্টা নাজমা জামাল,সাংস্কৃতিক সম্পাদক ,জান্নাতুল ফেরদৌস নিগার সহ সাংস্কৃতিক সম্পাদক জেমী আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার,নারী ও শিশু বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার,সদস্য সালমা আক্তার সহ উক্ত সংগঠনের শিশু শিল্পী বৃন্দরা ।প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে
কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়।
প্রধান অতিথি শ্রম সচিব এম শরিফুল ইসলাম তার বক্তব্যে বন্ধু সুলভ মহিলা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রসংশা করে বলেন আপনারা যদি বাংলাদেশের জাতীয় দিবস গুলা এই সংগঠনের মাধ্যমে নিয়মিত উদযাপন করতে পারেন তাহলে এই নারী সংগঠনের মূল্য প্রবাসীদের কাছে আরো বেড়ে যাবে।
আলোচনা সভা ও কেক কাটা পরে প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলাম বাংলাদেশ দূতাবাস থেকে বদলি হয়ে দেশে যাওয়া উপলক্ষে ফুল দিয়ে বিদায়ী সম্মাননা জানান বন্ধু সুলভ বাংলাদেশ মহিলা সংগঠনের নারী নেতৃবৃন্দরা।
পরে স্থানীয় শিল্পীদের দারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ।সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান ও নৃত্য পরিবেশন করেন নারী ও শিশু শিল্পীরা।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।