শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল  » «   ছাত্রলীগের উদ্যোগে বিয়ানীবাজারে পথচারী ও রোগীদের মধ্যে ইফতার উপহার  » «   ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন  » «   বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে  » «   গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে  » «   স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল  » «   কানাডা যাত্রায়  ইমিগ্রেশন বিড়ম্বনা এড়াতে সচেতন হোন  » «   ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত  » «   যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান  » «   বড়লেখায় পাহাড়ি রাস্তা সম্প্রসারণে বেরিয়ে এলো শিলাখণ্ড  » «   মাইল এন্ড পার্কে ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  » «   গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন  » «   যুক্তরাজ্যবাসি  সাংবা‌দিক সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকাল  » «   ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

আমার সময় আমার তালগাছ আমিই কিংবদন্তি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

তালগাছ আমাদের গ্রামীণ ক্যানভাসের অবিচ্ছেদ্য অংশ | চতুর্দিকের অবয়বকে পূর্ণতা দেয় এর একা দাঁড়িয়ে থাকা | অনেক দীর্ঘদেহের দীর্ঘজীবী এ গাছটি ক্ষেত্রবিশেষে ৬০-৭০ ফুট লম্বা এবং ১০০-১৫০ বছর বেঁচে থাকে | দাদার হাতে রোপিত বীজে বাবার চোখের সামনে বড়ো হওয়া গাছটির ফল নাতি ভোগ করে | নগদ উৎপাদনে অক্ষম এই গাছটির স্থান তাই বাড়িতে হয় না | হয় পুকুর পাড়, ক্ষেতের আল , নদীর ধার কিংবা রাস্তার পাশে | চরম অবহেলায় বেড়ে উঠা এগাছটাই বাবুই পাখির নিবাস, শিল্পের বড়াই | ‘তাল পাঁকা গরমের ভাদ্রমাস’ কিংবা ‘বিচার মানি তালগাছ আমার’ আমাদের গ্রামীণ যাপিত জীবন যেটা মোটেই কাকতালীয় নয় বরং রূঢ় বাস্তবতা | তালপাখা , তালপিঠা কিংবা তালের রস এখন আমাদের টানে না, কারণ এর নেই কোনো বাণিজ্যিক আবেদন | ঠিক যেভাবেই প্রযুক্তি বেকার করে দিয়েছে গ্রাম্য রাখালদের | তাই রাখালের বাঁশি এখন শুধু নস্টালজিক মনে আর কবির কল্পনাতেই সীমাবদ্ধ |

দীর্ঘদেহী তালগাছ প্রাকৃতিকভাবেই বজ্রপাত নিরোধক |গত কয়েকবছরে দেশে প্রচুর বজ্রপাতজনিত মৃত্যুরোধে সরকারি উদ্যোগে এখন তালগাছ লাগানো হচ্ছে | ভালো খবর,তালগাছ তার গুরুত্ব পাচ্ছে একপায়ে দাঁড়িয়ে,সবগাছ ছাড়িয়ে ….

দুই

ব্রিকলেন,যুক্তরাজ্যের বাঙালিদের শীর্ষনিবাস | লিখছি এখান থেকেই | বাঙালি অধ্যুষিত এই বাংলাটাউন থেকে মাত্র এক ঢিলের দূরত্ব স্পিটালফিল্ড | নির্জন রাতে ব্রিকলেন থেকে হাঁচি দিলে স্পিটালফিল্ড থেকে কেউ “ব্লেস ইউ” বলতেই পারে |

বহু জাত ও বর্ণের মানুষের  বিচরণ এখানে দীর্ঘদিনের | সিটি অফ লন্ডনের তীরবর্তী এই জায়গায় জন্মেছিলেন লেখিকা মেরি ওলস্টোনক্রাফট | আঠারো শতকের মাঝামাঝি জন্ম নেয়া এই লেখিকা নারী অধিকার নিয়ে লিখতেন |  একই শতকের শেষদিকে ফরাসি বিপ্লবের অব্যবহিত পরেই  বিবাহ বন্ধনে আবদ্ধ হন লেখক উইলিয়াম গডউইনের সাথে | উইলিয়াম গডউইন ছিলেন সে সময়ের অন্যতম পলিটিকেল ফিলোসোফার | যদিও তাকে এনার্কিস্ট হিসেবেই গণ্য করা হয় শ্রেণী সংগ্রাম নিয়ে তার দর্শন  এবং অনুরাগ এর কারণে | যাই হোক, বিয়ের একবৎসরের মধ্যেই মেরি ওলস্টোনক্রাফট মারা যান | গর্ভকালীন জটিলতায় উনার কন্যা সন্তান ভূমিষ্ট হবার দশদিন পরে মারা যান | শিশু বাচ্চাকে পালন করেছেন গডউইন , অনেক কষ্টে , দ্বিতীয় স্ত্রীর সংসারে |

কিছুদিন পরে গডউইন নিজের বিগতা স্ত্রীর বায়োগ্রাফি লিখেন | অত্যন্ত সৎ ও সঠিক উপস্থাপনের কারণে নিজের মৃত স্ত্রীর অনেক বেপরোয়া জীবনাচরণ মানুষের সামনে উন্মুক্ত হয়ে যায় | তখনকার রক্ষণশীল ব্রিটেনে মেরি অলস্টক্রাফটকে নিয়ে একধরণের তাচ্ছিল্যই ছিল | আবার নিজের মৃত স্ত্রীকে কর্দমাক্ত করার জন্যে লেখক সমাজ গডউইনকে ও ভালোভাবে নেয়নি |

আমরা অনেকেই জানি ফ্রেঞ্চ রেভ্যুলেশন পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে | রাজতন্ত্র থেকে সরে এসে গণ/ প্রজাতন্ত্রের বর্তমান বিশ্বের মূল বীজ রোপিত হয় সেই ফ্রেঞ্চ রেভ্যুলেশন বা  ফরাসি বিপ্লবের সময়ই |

রাজতন্ত্রিক ব্রিটেনে এনার্কিস্ট গডউইন পুরোপুরি অপাঙ্ক্তেয় | কিন্তু দার্শনিক গডউইন এর অনেক অনুরাগী ছিলেন | ইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি শেলী তাদের মধ্যে অন্যতম | কবি শেলী  বিয়ে করেন স্বামী গডউইনের কাছে রেখে যাওয়া মেরি ওলস্টোনক্রাফটের সেই মেয়েকে | দশদিনের সেই  মেয়েই পরবর্তীতে মেরি শেলী , সারা বিশ্বে সাড়া জাগানো উপন্যাস “ফ্রাঙ্কেস্টাইন” এর  লেখক মেরি শেলী |

আজকের দিনে এসেও গডউইন এনার্কিস্ট হিসেবে পরিচিত , রাজনৈতিক ফিলোসোফার হিসেবে সমাদৃত রাষ্ট্রবিজ্ঞানের শাখা প্রশাখায় | সাহস করে সত্যটি লিখেছেন বলে মরার একশবছর পর থেকে হলেও- মেরি ওলস্টোনক্রাফটের লেখার পাশাপাশি তার জীবনকে সেলিব্রেট করছে নারীসমাজ | স্বীকৃতি পাচ্ছেন পাইওনিয়ার ফেমিনিস্ট হিসেবে |

তিন

বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও সৌহার্দের দিক থেকে এই মুহূর্তে একটি উৎকৃষ্ট সময় পার করছে | রাজনীতির সুবাতাস সমাজ ও সংস্কৃতির উপর তাই সহজাত প্রভাব ফেলছে | এই পরিবেশটা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় কার্যত দৃশ্যমান হয়েছে | মানবিক কারণে বেগম জিয়াকে সাময়িক জামিন দেয়ার মধ্যে দিয়ে একটি সুন্দর বার্তাই পুরো দেশে পৌঁছাতে পেরেছেন | করোনার কারণে দেশে এখন রাজনৈতিক কার্যক্রম দৃশ্যমান নয় | তবে ষড়যন্ত্র যে হচ্ছে- সেটা বলতেই পারি, কেননা সেটা সবসময় আড়ালেই হয় | আজ একটি পজিটিভ মাইন্ডসেট নিয়ে বসছি -তাই এখন অন্ধকারে ঢিল ছুড়ছি না | মন ভালো রাখছি …. এবং সবকিছুই আজ পজিটিভ !

কিছুদিন আগে বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন ক্যাটাগরিক্যালি দেশের জনগণকে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলতে বলেছেন | শুনে মুগ্ধ হয়েছি , দেশের এই সময়ে এইরকম স্পিরিটটাই দরকার | এখন যুদ্ধকাল, উর্দ্ধতনের ওয়ান ওয়ে

ইন্সট্রাকশন ফলো করতে হবে, অন্য চিন্তার সময় পরে |

চার.

আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিপক্ষে প্রথম প্রতিরোধটি করেছিল রাজারবাগ পুলিশলাইন | স্বাধীন বাংলাদেশে পুলিশ বাহিনীর অর্জনের চেয়ে লাইনচ্যুতির শিরোনাম যদিও হয়েছে বেশি | ‘বেধড়ক লাঠিপেটা’ , ‘কাঁদানো গ্যাস,’ ‘পুলিশি নির্যাতন’, ‘উৎকোচ গ্রহণ,’ ‘তদন্তে গড়িমসি’- কতো না বিশেষণ যুক্ত হয়েছে , যুক্ত করেছি এই পেশার সাথে | কিন্তু এই শব্দগুলোর পেছনেও খবর থাকে , দীর্ঘশ্বাস থাকে; কেউই কোনোদিন খবর নেই নি । খবর করেনি । খবর বের করে আনে নি | প্রতিনিয়ত ট্রল করি , আমলেই নেই না; তাদের পরিবার আছে ,সন্তান আছে |

শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম , শহীদ ডাক্তার শামসুদ্দিনদের অবদান দূরঅতীত | কিন্তু আজকের সংসদীয় গণতন্ত্রে ডাক্তার মিলনদের ভুলি কি করে |  অস্বীকার করি না বাংলাদেশে ডাক্তাররা পেশাগত সচ্ছলতায় সবচেয়ে এগিয়ে | কিন্তু এটা ওতো তারা অর্জন করেছেন পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে | দশভাগ অসাধু ডাক্তারকে বিবেচনায় নিয়ে বাকি নব্বই ভাগের নৈতিকতাকে আমরা কেন প্রশ্নবিদ্ধ করি ? ডাক্তার হবার স্বপ্ন নিয়ে ছাত্রজীবন শুরু করে আমরা আজ অন্য পেশায় ঘাম ঝরাই | স্কুলের ফার্স্ট বেঞ্চে বসা সেই শিক্ষার্থীটা

শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে , ডাক্তার হয়েছে | পান থেকে চুন কষলেই পুরো ডাক্তারসমাজকেই বলে ফেললাম- কসাই ! কেমনে পারি আমরা এসব | একটি সন্তানকে ডাক্তার বানানোর পেছনে অনেক ত্যাগ আর কষ্ট করতে হয় পরিবারকে | সেই সন্তানকে অসম্মান  করার , পরিবারকে অপমান করার আমি কে ?

আমরা পরিচিত ডাক্তার , পুলিশ ও জনপ্রতিনিধির নাম্বার সেইভ করে রাখি সযত্নে | সুযোগ সুবিধা নেই , গল্প আড্ডায় হ্যাডাম দেখাই | আবার মুহূর্তের ব্যবধানে তাদের চৌদ্ধ গোষ্ঠী উদ্ধার করি | আজ করোনাক্রান্ত বাংলাদেশের সম্মুখ যুদ্ধাই হচ্ছেন আমাদের ডাক্তার ও পুলিশ বাহিনী | এই দুই পেশার লোকের হাতেই এখন আমাদের  সবকিছু | পুলিশি সেবায় বাংলাদেশ তার ইতিহাসের শ্রেষ্ঠ সময়টাই পার করছে , সমান জিনিস ডাক্তারদের বেলায় |

পাঁচ.

ধান ভানতে শিবের গীতের মতো শোনালেও না বলে পারছি না | শুধু ৭১ -এ প্রায় পঁচিশ হাজার ছাত্রলীগ কর্মী শহীদ হয়েছেন | এর আগের ২৩ বছরের সংগ্রাম বিস্মৃত অতীত | ভ্যালেন্টাইন্স ডে’র লাল গোলাপের আধিক্যতায় ঢাকা পড়েছে জয়নাল , দীপালি সাহাদের রক্তিম নিথর দেহ | বাংলাদেশের আবেগ আকাঙ্খার প্রত্যেকটি সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ ৯১ এর পর থেকে কেন একা ? সাংবাদিকতা , নাট্যান্দোলন , আবৃত্তি পরিষদ , সংস্কৃতিকর্মী , ছাত্রলীগ এই  সবগুলো একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করতো | কোনো একাডেমিক আলোচনা কি হয়েছে এ পর্যন্ত? আমরা সংসদীয় গণতন্ত্রে আসার সাথে সাথে তত্ত্বাবধায়ক নামক অরাজনৈতিক পদ্ধতিকেও আলিঙ্গন করি | যেটা অন্য পেশার লোককেও রাজনীতিবিদদের উপর রাজনীতি নিয়ে সবক দেয়ার পথ করে দেয় | রাজনীতিবিদরা নির্বাচনের অপেক্ষা করতেন আর তারা নির্বাচনকালীন সরকারের |

যারা ছাত্ররাজনীতি থেকে অক্সিজেন নিতেন তারাই তখন কম্পিটিটর। তারাই ঘায়েল করে পয়েন্ট বাড়াচ্ছেন | ছাত্রলীগ মিডিয়া ট্রায়ালে সেই থেকে ! এখনো আছে | লক্ষ লক্ষ কর্মীর এতো বড়ো সংগঠন , এটাকে নিছক একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর সাথেই যদি তুলনা করেন , দেখবেন ঘটনার পাশাপাশি সেখানে দুর্ঘটনাও থাকে |

যাই হোক, এই করোনার কালে সবচেয়ে সক্রিয় সংঘটন হিসেবেই কাজ করে যাচ্ছে ছাত্রলীগ | মেইনস্ট্রিম মিডিয়ায় যথারীতি অনুপস্থিত , কিন্তু সিটিজেন জার্নালিজমের এই যুগে প্রমান রেখে যাচ্ছে ছাত্রলীগ |

ছয়.

বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বেহুদা সমালোচনার শিকার হন না , উনারা আয়কর প্রদানের ক্ষেত্রে অন্যান্য পেশার চেয়ে এগিয়ে | এই লকডাউনের সময় ও কাজে যাচ্ছেন ঝুঁকি নিয়ে | তাদের প্রতি সম্মান ও ভালোবাসা | আমাদের শিক্ষকদের দেখলে আমরা শ্রদ্ধায় মাথা অবনত করি | বর্তমানে এই সম্মানজনক পেশাটির আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে | তবুও প্রাথমিক ও হাইস্কুলের শিক্ষককদের বিত্তবানরা, অন্য

পেশার লোকেরা একটু তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেন | সেই শিক্ষকেরাও এই দুর্যোগে নিজেদের বেতনের একটি অংশ দান করেছেন | কি অদ্ভুত মানবিক চর্চা |

আলেমসমাজের একটি অংশ যথাযথ তথ্যের অভাবে শুরুতে আবুল- তাবুল বলেছেন। দেরি হলেও তারা এখন সঠিক বক্তব্যটা দিচ্ছেন | প্রবাসীরা মুখে অভিমান করলেও ঠিকই অন্তর দিয়ে দোয়া করছেন |

প্রায় সবকটি পেশার এবং অগণিত সামাজিক সংগঠন জাতীয় ও স্থানীয় পর্যায়ে কাজ করছে, ত্রাণ দিচ্ছে |

সাত.

আমাদের সামনে এই মুহূর্তে দুইটি জিনিস করণীয় | এক: ঘরে থাকা , যাতে আক্রান্ত না হই | সারা দেশে ছড়িয়ে পড়লে আমি ভয়ঙ্কর দুঃসময় ছাড়া কিছু দেখি না | কল্পনার অতীত, মৃত্যুপুরী , ধ্বংস ।

দুই : ঘরবন্দি মানুষদের কষ্ট শেয়ার করা নিজ নিজ অবস্থান থেকে যার যা কিছু

আছে তা দিয়ে | সামনে রোজা মাস , সাহায্যের হাত বিস্তৃত করি প্রতিবেশীর তরে | হোক না সে অন্য ধর্মের , অন্য গোত্রের |

আমাদের সৌভাগ্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক | উনার কমিটমেন্ট এবং ইন্ট্রিগ্রেটির প্রশংসা করতে হলে আওয়ামীলীগ হতে হবে না , সামান্য সচেতনতা এবং দেশপ্রেম থাকলেই সেটা বুঝতে পারবেন | দু-একজন ডাক্তারের জন্য সারা পেশার লোকরা যাতে বিভ্রান্ত না হোন সেটা  তিনি পরিষ্কার করেছেন | ত্রানের সাগর থেকে এক দুই বালতি পানি নিয়েও কেউ রেহাই পাবে না | এ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে |

অন্য এলাকার অসভ্য চাল চোরকে আমাদের মূল্যবান এটেনশনটা না দেই | নিজের এলাকার পুলিশ , প্রশাসন , ডাক্তার , নার্স ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ভালো কাজের খবর ,ত্রানের খবর  শেয়ার করি | আরো দশজনকে উদ্বুদ্ধ করি  | ধরে নেই- আমরা এখন মৃত্যু শয্যায় , যেখান থেকে কেউ অন্তত মিথ্যা বলে না । তাই সত্যটা শেয়ার করি |

করোনা পরবর্তী বাংলাদেশ সৌহার্দ্য আর সমৃদ্ধির  হোক | সেটার গর্বিত অংশীদার আমরা সকলেই হই | ভুলে যাই অপবাদ , অপমান , তাচ্ছিল্য  | তালগাছটি আমরাই রোপন করি আমাদের উত্তরাধিকারদের জন্য|কবি আবু জাফর ওবায়দুল্লাহ বলেছিলেন,‘আমি কিংবদন্তির কথা বলছি ,আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ’ | আমরা বলবো : ‘ আমিই কিংবদন্তি , আমি অতিক্রান্ত সেই সময় বলছি।’

লেখক : পেশাজীবী ও অনলাইন এক্টিভিস্ট, লন্ডন

আরও পড়ুন-

মধ্যবিত্তের করোনাবৃত্ত  


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক