এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 126
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে যুক্তরাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বেকেনামস্থ কারী ক্লাবে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু ও যুগ্ম সাধারণ সম্পাদক সেহালিন করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সৈয়দ রোয়েজ আহমেদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, এম নাসের রহমান তাঁর মরহুম পিতার আদর্শ অনুসরণ করে এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত কৃষি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু বলেন, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম শুধু দলীয় কার্যক্রমেই নয়, দেশের আর্তমানবতার কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে এক অডিও বার্তায় এম নাসের রহমান সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং সম্ভব হলে নির্বাচনের সময় দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনসংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, রাজনগর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু, বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া , বি এন পি নেতা দুলু চৌধুরী, বি এন পি নেতা সাইফুল আখতার লিখন, শাহজাহান চৌধুরী , জাকির হোসেন জিতু, খলিলুর রহমান, মিলাদ হোসেন রুবেল, ক্রয়ডন বি এন পি নেতা জিয়ার আহমেদ , নিউহাম বি এন পি’র সাবেক সভাপতি মোস্তফ আহমেদ , কেন্টের বিশিষ্ট ব্যাবসায়ী মিকদাদ খান, ক্রয়ডন বি এন পি নেতা নাজমুল হক সাদিক, ক্রয়ডনের বিশিষ্ট ব্যাবসায়ী গুলজার আহমেদ ,আব্দুস শহীদ, শফিকুর রহমান, মিকদাদ খান, ফয়সল আকন্দ, কামরুজ্জামান, মিলাদ আহমদ রুবেল, আজিম উদ্দিন আজির, রাসেল খান, জগলু চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী এম নাসের রহমানের বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
























