সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস কানাইঘাট উপজেলার সড়কের বাজারের ছত্রনগর এলাকায় এসে পৌছার পর সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত গাড়ির ভিতর থেকে আহত যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এতে প্রায় ৩৫ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে বড় ধরনের হতাহতের কোন খবর পাওয়া পায়নি।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।