গোলাপগঞ্জে সিএনজি চালিত অটো রিক্সা-পিকআপ’র মুখোমুখি সংঘর্ষে মহিলা সহ ৫যাত্রী আহত। বুধবার দুপুর ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম-নওয়াগাঁও রাস্তার গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কায়স্থগ্রাম-নওয়াগাঁও রাস্তার গেইটের সামনে একটি দ্রæতগামী পিকআপ ও (নম্বরবিহীন) সিএনজি চালিত অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৫জন যাত্রী আহত হন। গুরুতর আহত ৩জনকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলো জৈন্তাপুর উপজেলার বটেশ্বর এলাকার জালাল উদ্দিন (৫০), তাঁর স্ত্রী রোশনা বেগম (৪০), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার লিটন আহমদ (২৭) একং বাকী ২জন অন্যত্র চিকিৎসা গ্রহণ করায় নাম পরিচয় জানা যায় নি।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।