গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪০জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২১৭৯জন। আজকে মারা গেছে ৪জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২৯জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৯জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৪২০জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৬৬জন, মক্কায় ৯জন, মদিনায় ২জন, জেদ্দায় ২১জন, তায়েফ ৪জন, তাবুক ৫জন, দাম্মাম ২জন, জুবাইল ১জন, বুরাইদা ১জন, কাতিফ ৫জন, খোবার ২জন, খামিজ মোশায়ে্ত ১জন, আবহা ১জন, দাহারান ২জন, জিজান ১জন, হুফুফ ১৫জন, মাজমা ১জন, দিরাইয়া ১জন বলে জানা গেছে, খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবের জেদ্দার অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু এলাকায় যেমন- কিলো ১৪ দক্ষিণ, কিলো ১৪ উত্তর, আল মাহজার, আল গুলাইল, আল গারিয়াত, কিলো ১৩, পেট্রোমিন এলাকায় আজ ০৪ এপ্রিল বিকাল তিন ঘটিকা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পূর্ণকালীন (২৪ ঘন্টা ব্যাপী) কারফিউর পাশাপাশি লক ডাউনের নির্দেশনা জারি করা হয়েছে।