মালেশিয়ায় করোনা ভাইরাসে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৫০ জন, ৪ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মালয়েশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৮৩ এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৫৭ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৫ জন।
এই মুহূর্তে পুরো মালেশিয়া লকডাউন এর আওতায় রয়েছে ১৪ ই এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ফলে পথঘাট এখন জনশূন্য। সব জায়গায় সুনসান নীরবতা। লকডাউনের এই সময়ে শ্রমিকদের বেতন দিতে নির্দেশ দিয়েছে মানবসম্পদ মন্ত্রণালয়। নিয়োগকারী সংস্থা ও মালিকপক্ষকে শ্রমিকদের বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধাও প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত শ্রমিকদের বেতন পাওয়ার অধিকার রয়েছে। তা যেন দেওয়া হয়। না হলে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে।’ গত সোমবার মালয়েশিয়ায় লকডাউন ঘোষণার পর থেকে দেশের বাসিন্দাদের একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে সতর্ক করে যাচ্ছে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিট। জনগণের প্রতি বার্তা দিয়ে একটি ছবি পোস্ট করা হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি আপনার দায়িত্বে আছি। আপনি আমার জন্য ঘরে থাকুন। এবং শুধু পুলিশ নয়, মালয়েশিয়ার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী, ডাক্তার ও নার্সরা এই ছবি সংবলিত বার্তা জনগণের মধ্যে প্রচার করে যাচ্ছেন। দেশের এই অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে যে যার বাড়ি থেকে দেশরক্ষার কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদন: সাদেক তাপাদার