স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভার প্রবাসীদের ঐক্য শান্তি শৃংখলার প্রত্যয়ে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনা আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনমাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে এই কমিটি।
সম্প্রতি স্থানীয় একটা রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।উক্ত সভায় বার্সেলোনায় বসবাসরত বিয়ানীবাজার পৌরবাসীদের ঐক্যমতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সভাপতি হিসেবে আব্দুল আলিম,সহ সভাপতি মুর্শেদ আলম লায়েক,সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান এবং অর্থ সম্পাদক আব্দুল জব্বার খসরু।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির উপদেস্টা হিসেবে রয়েছেন রফিক উদ্দিন ,ফয়সল আহমেদ এবং আবুল খয়ের আবু।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আলিম বলেন আমাদের বিয়ানীবাজার পৌরসভার প্রবাসীদের ঐক্য এবং প্রবাসীদের উন্নয়নের জন্য আমাদের এই পৌরসভা কমিটি গঠিত হয়েছে ।আমরা যারা এখানে বার্সেলোনায় বসবাসরত আছি আমরা একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবো ।আগামী তিন মাসের মধ্যে ব্যাপক পরিসরে একটি সভা করে পুর্নাঙ্গ কমিটির আত্মপ্রকাশ করবো এবং অভিষেক অনুষ্ঠান করব।