কোভিড-১৯ এ করোনাভাইরাসে ইতালি ও স্পেনের পর ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও মৃত্যুর মিছিল বাড়তে শুরু হয়েছে ।ইউরোপে ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে শুধু ইতালিতেই মারা গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। আর স্পেনে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের মতো । এতে প্রবাসীরা আতঙ্কিত হচ্ছেন। ফ্রান্সে আনুমানিক প্রায় ৫০ হাজার বাংলাদেশীদের বসবাস । ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বাংলাদেশী কতজন ফ্রান্সে আক্রান্ত তার নিশ্চিত তথ্য নেই।
এ দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী- করোনায় ফ্রান্সে মোট ৩ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে।দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫৫০ জন।এ সময় ৭ হাজার ৯২৭ জন সুস্থ হয়েছেন। এ দিকে গত শনিবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, করোনা আক্রান্তদের সেবা দিতে দেশজুড়েনিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বাড়ানো হয়েছে।
করোনা মোকাবেলায় সরকারের কৌশল সংক্রান্ত রূপরেখা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরানকে নিয়ে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ্পে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি খোলাসা করে কিছু বিষয় বলতে চাই।এই লড়াইয়ের সবেমাত্র শুরু।এপ্রিলের প্রথম ১৫ দিন আরও কঠিন হবে।পরের ১৫ দিনে তা কমতে শুরু করবে।’