অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে গোলাপগঞ্জে আমার বাড়ী রেষ্টুরেন্ট কে জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনীতে অভিযান পরিচালনা করে আমার বাড়ী রেষ্টুরেন্ট এর পরিচালক ছদরুল আলম চৌধুরীকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবীর।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।