ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোকবার্তা জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে লন্ডনে ডা. শফিকুর রহমান ‘অপপ্রচার ও গুজবে’ কান না দেওয়া ও হঠকারীমূলক সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন খুলনায় সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা ওসমান হাদির মৃত্যু, শাহবাগ ও ঢাবি উত্তাল, শনিবার রাষ্ট্রীয় শোক, সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার তারেক রহমানের নিরাপত্তায় বিগ্রেডিয়ার জেনারেল নিয়োগ  একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বিজয় দিবস ও প্রবাসী গৌরব: হাউস অব লর্ডসে ড. ওয়ালি তছর উদ্দিন সম্মানিত তারেক রহমান বললেন ‘আমিও হাফ সিলেটি’, জানালেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা

জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে লন্ডনে ডা. শফিকুর রহমান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 54
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে—
১) কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না এবং
২) রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এরপর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে লন্ডনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না; সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেওয়ারও অনুরোধ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরেও লন্ডনে অবস্থান করেন।

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে লন্ডনে ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে—
১) কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না এবং
২) রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এরপর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে লন্ডনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না; সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেওয়ারও অনুরোধ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরেও লন্ডনে অবস্থান করেন।