খাঁচা থেকে বের হওয়া সিংহী আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 9
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া একটি সিংহীকে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর পুনরায় খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার পর সিংহীটিকে অচেতন করে খাঁচায় নেওয়া হয়েছে বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিংহীটি খাঁচা থেকে বেরিয়ে আসে।
সে সময় পরিচালক বলেছিলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।”
জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে পাঁচটি সিংহ রয়েছে। খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহীটির নাম ডেইজি। ২০২০ সালে চিড়িয়াখানাতেই জন্ম তার। ২০২৩ সালের শেষ দিকে মারা যায় তার সঙ্গী।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সিংহীটিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে অচেতন করার পর সতর্কতার সঙ্গে খাঁচায় নেওয়া হয়েছে।
খাঁচা থেকে বের হলেও আতঙ্কের কিছু ছিল না বলে মন্তব্য করেন পরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, “জাস্ট খাঁচা থেকে বের হয়েছে, যেখানে বেরিয়েছে ওই এলাকাটাও আমাদের নেটিং করা ছিল।”
সিংহীটি কীভাবে বের হতে পারল—এ প্রশ্নে তিনি বলেন, “হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

















