রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লন্ডনে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২০ বছরপূর্তি অনুষ্ঠান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আনন্দপূর্ণ ও জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের একটি  হলে চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ২০ বছরপূর্তি উদযাপিত হয়েছে।

গত ২৮ শে আগস্ট সংগঠনের সভাপতি নুরুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং কমিউনিটি নেতা উপাধ্যক্ষ  রাজন উদ্দিন জালাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ারম্যান (স্পিকার) রহিমা রহমান,  ডেপুটি চেয়ারম্যান কাউন্সিলার মুজিবুর রহমান,  সাবেক কাউন্সিলার আয়েশা চৌধুরী,  গ্রামের বিশিষ্ট মুরব্বী সফিক উদ্দিন,  আলা উদ্দিন এবং  ফরিজ আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন আলী আহমদ।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে চান্দগ্রামের প্রবাসীদের অংশগ্রহনে পুরো অনুষ্ঠান   এক মিলন মেলায় পরিণত হয়।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী চান্দগ্রামের যুক্তরাজ্য  প্রবাসীদের এই সংগঠনটি দীর্ঘ ২০ বছর ধরে নিজ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করছে। এছাড়াও গ্রামের শিক্ষা, ক্রীড়া ও ঐতিহ্য বিকাশে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বক্তারা আশা প্রকাশ করেন- যুক্তরাজ্যে এই অঞ্চলের ব্রিটিশ-বাংলাদেশী প্রজন্মদের অংশগ্রহনে আগামীতে যুক্তরাজ্যের কমিউনিতিতে সামাজিক ও কল্যাণকর কাজের মাধ্যমে আলোকিত অবদান রাখবে।

বক্তারা ২০ বছরপূর্তি উপলক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠা সময় থেকে এখন পর্যন্ত যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা বলেন, ভালো ও কল্যাণমূলক কাজ ব্যক্তি ও সমাজকে সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাব হোসেন,  শাহাব উদ্দিন, কামাল উদ্দিন,নজরুল ইসলাম নজু, লিয়াকত খান,কামাল হোসেন রুহেল, নজমুল ইসলাম, সাংবাদিক মো: কাওছার ও আব্দুল মানিক।

এছাড়াও  সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন,  সিরাজ উদ্দিন,  আলিম উদ্দিন,  আমবির হোসেন,  কয়েছ আহমদ,  আলী আহমদ,  এমরান হোসেন,  মুকিতুল ইসলাম আছাদ,  রাজু আহাদ,  হাসিব উদ্দিন, জাকির হোসেন ও জাহেদ আহমদ রাজ প্রমুখ।

সংগঠনের সকল সদস্যগণ তাদের পরিবার ও স্বজন নিয়ে আসার জন্য আগত অথিতিদের ভূয়সী  প্রশংসা করেন।

চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের  সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন