স্পেনের বার্সেলোনা প্রবাসী তরুন রেমিটেন্স যোদ্ধা জুনেদ আহমদ আজ ভোরে স্থানীয় হসপিটাল ডেল মারে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।দির্ঘদিন বার্সেলোনায় বসবাস করা জুনেদ আহমদ প্রায় এক বছর যাবত মস্তিস্কে টিউমার জনিত রোগে ভোগছিলেন।
ইতিমধ্যে তাঁর পরিবারের সহযোগিতায় মৃতের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তরুণ কমিউনিটি নেতা রুহুল আমীন।
জুনেদ আহমদের মৃত্যুতে এ্যাসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালনিয়ার সভাপতি মনোয়ার পাশা এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবীর সহ বার্সেলোনার বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।
পরিবার এবং কমিউনিটির পক্ষ থেকে আজ বাদ যোহর মরহুমের আত্মার শান্তি কামনায় বার্সেলোনার বাংলাদেশী বিভিন্ন মসজিদে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মৃত জুনেদ আহমদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।