সিলেটের বিশ্বনাথ উপজেলার তাফসীরুল কোরআন সংস্থা, রামপাশা আয়োজন করেছে এক তাফসীর ও কেরাত মাহফিল।
আগামী ২৪ এবং ২৫শে জানুয়ারি, রবি ও সোমবার রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এ তাফসীর ও কেরাত মাহফিল।
মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করবেন বাংলাদেশের বিশুদ্ধ তিলায়াত ও কিরাতের পথপ্রদশক ইমামুল কারী ইউসুফ সাহেবজাদা বিশ্ব বিখ্যাত কারী শাইখ আহমেদ বিন ইউসুফ আল হাজারী (ঢাকা) ।
এছাড়াও তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাস্সীরে কোরআন হযরত মাওলানা শায়খ তরিকুল্লা ( যুক্তরাজ্য) , হযরত মাওলানা মুফতি শাখয়াত হোসেন (ঢাকা), হযরত মাওলানা সাদিকুর রহমান আযহারী ( ঢাকা), মুফতি রবিউল ইসলাম হাবিবী (ঢাকা)।
এ সময় তিলায়াত করবেন বিশ্বজয়ী হাফেজ হুসাইন আহমেদ।
মাহফিলে সবস্তরের মুসলমানদের উপস্তিত থাকার জন্য তাফসীরুল কোরআন সংস্থা, রামপাশার সভাপতি এম মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান অনুরোধ জানিয়েছেন।