সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কিছুটা উদ্বেগ কিছুটা উৎকন্ঠা তবুও ‘বাংলাদেশ বাংলাদেশ’



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আজকের বাংলাদেশ দল নিয়ে কিছুটা উদ্বিগ্নই আছেন বাংলাদেশি সমর্থকরা।ইংল্যান্ড দলের ব্যাটসম্যানদের কাবু করতে পারছেন না সাকিব-মাশরাফীরা।অবশেষে মেহেদীর ক্যাচের মধ্যি দিয়ে ১২৮ রান দিয়ে মাশরাফির হাতেই প্রথম উইকেট খোয়ালো ইংল্যান্ড।

যদিও গতকালও চিন্তিত ছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। আগেরদিনই বাংলাদেশের সমর্থকদের নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। লন্ডন কিংবা কার্ডিফ, যেখানেই বাংলাদেশ দল, সেখানেই বাংলাদেশি সমর্থকদের ঢল- এটা যেন নৈমিত্তিক ঘটনা। নিজেদের মাঠে খেলতে নামলেও ইংলিশদের মনে হবে যেন, তারা অন্যের মাঠেই খেলতে নেমেছে। নিজ দেশেই পরবাসী- এমনই অবস্থা ইংলিশদের।কিন্তু বিষয়টা এরকম না। আজ সোফিয়া গার্ডেনে পঞ্চাশ শতাংশেরও বেশী সমর্থক ইংল্যান্ডের।

তবুও কার্ডিফের সোফিয়া গার্ডেনে ঢল নেমেছে টাইগার সমর্থকদের।কিন্তু অনুপাতের দিক দিয়ে গত দু খেলার চেয়ে বাংলাদেশের সমর্থক কার্ডিফে কিছুটা হলেও কম। মাশরাফিদের জার্সি পরে, মাথায় পতাকা পেঁচিয়ে কিংবা হেড ব্যান্ড বেঁধে, হাতে ছোট পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে সোফিয়া গার্ডেনের গ্যালারিতে উৎকন্ঠায় আছেন বাংলাদেশের সমর্থকরা।

ওয়েলসের রাজধানী কার্ডিফে প্রচুর বাংলাদেশির বসবাস। শুধু কার্ডিফ কেন, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দেখার জন্য লন্ডন, ম্যানচেস্টার, লিভারপুলসহ ইংল্যান্ডের প্রতিটি শহর থেকেই সোফিয়া গার্ডেনের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সমর্থকরা। মাশরাফি-সাকিবদের সমর্থন, উৎসাহ দিতে নিজেদের উজাড় করে দেন বাংলাদেশের সমর্থকরা সব খেলা্য়ই, কিন্তু আজ এখন পর্যন্ত ইংল্যান্ড তাদের পারফরমেন্স ধরে রেখেছে, তাই গ্যালারীতে নেই অন্যান্য দিনের মতো উত্তেজনা।

লন্ডনের দ্য ওভালে আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তুমুল লড়াইয়ের পর ২ উইকেটে হেরে গেলেও বাংলাদেশি সমর্থকদের তুমুল উৎসাহ-উদ্দীপনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। তিনি তো মুখ ফুটে বলেই দিলেন, আমার মনে হচ্ছিল যেন ঢাকা কিংবা চট্টগ্রামে খেলছিলাম ম্যাচটা।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেও খেলেছিল লন্ডনের দ্য ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচেও ওভালের গ্যালারি পূর্ণ হয়ে গিয়েছিল বাংলাদেশি সমর্থকে। দেখে যেন মনে হচ্ছিল, মিরপুরেই খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনেও ঠিক একই অবস্থা। হাজার হাজার বাংলাদেশি সমর্থক উপস্থিত হয়েছেন আজও বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দেয়ার জন্য। শুধু বাংলাদেশি কেন, অনেক বিদেশিকেও দেখা গেছে বাংলাদেশের জার্সি, হেড ব্যান্ড কিংবা পতাকা নিয়ে মাশরাফিদের উৎসাহ দেয়ার জন্য হাজির হয়ে গেছেন কার্ডিফে।

স্টেডিয়ামের পাশেই অস্থায়ী বিক্রেতারা বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকা বিক্রি করছেন। সেখান থেকে শুধু বাংলাদেশিরাই নয়, বিদেশিরা পর্যন্ত পতাকা, জার্সি, ব্যানার কিংবা ক্যাপ কিনে নিয়ে যাচ্ছেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন