বিয়ানবিাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সিলেটের ডাকের বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি ও বিয়ানীবাজার বার্তা সম্পাদক সাংবাদিক ছাদেক আহমদ আজাদ এর পিতা প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল হাছিব আর নেই। সোমবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ দাসউরা নয়াবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিাহি ……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪পুত্র, ২ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ২টা ১৫ মিনিটের সময় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নামোজের জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। সাংবাদিক ছাদেক আজাদের পিতার মৃত্যুতে স্থানীয় এমপি শিক্ষান্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
বিভিন্ন মহলের শোকঃ
সাংবাদিক ছাদেক আজাদ এর পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাছিব মনিয়া, উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী মাকসুদুল ইসলাম আউয়ালসহ ৫২ বাংলা পরিবার শোক প্রকাশ করেছে।