যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক বার্সেলোনায় এক সংক্ষিপ্ত সফরে আসেন এ উপলক্ষ্যে কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার।৬ জুন বৃহস্পতিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের।
কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মির্জা সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ্ আলম স্বাধীন ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতালোনিয়া স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা সোবহান মিয়া,উপদেষ্টা ইলিয়াস মিয়া,উপদেষ্টা আমিন আলী রফিক, কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,সহসভাপতি সুজিত আচার্য, সহ সভাপতি জুলফিকার আলি,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ সহ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মানবাধিকার সম্পাদক সুজাদুর রহমান, সদস্য নিজাম উদ্দিন, ফয়জুল ইসলাম প্রমুখ।
বক্তরা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে বলেন, কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সব সময় কাজ করে যাবে।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি সামছুল ইসলাম বাচ্চু বলেন, জননেত্রী শেখ হাসিনা কে যদি বাংলাদেশের মানুষ আরও দশ বছর দেশের সেবা করার সুযোগ দেন তাহলে উন্নত বিশ্বের দেশ গুলোর তালিকায় বাংলাদেশের নাম থাকবে।সামসুল ইসলাম সাচ্ছু কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুন্দর আয়োজন করে সংবর্ধনা দেওয়ার জন্য ।