‘এসো হে বৈশাখ এসো এসো ‘ গানের মূর্ছনায় উত্তরা জনপদের ৭ নং সেক্টরের গীতাঞ্জলি চত্ত্বরে,দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি।
অনুষ্ঠানে সংগীত,নৃত্য,বাদ্য,আবৃত্তি,পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।বর্ষবরণের মঞ্চে শুভেচ্ছা জানাতে কবি,লেখক,শিল্পী,সাহিত্যিক,শিক্ষক,সাংবাদিক সহ সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়
গীতাঞ্জলি ভবনের সামনের গীতাঞ্জলি চত্ত্বর।
সকাল ৮ টায় গীতাঞ্জলির শিল্পীদের সমবেত কণ্ঠে বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলতে থাকে শিল্পীদের মনোমুগ্ধকর সব উপস্থাপনা।
উপচেপড়া দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গীতাঞ্জলির শিল্পী ছাড়াও এতে সুরের পাখি,রাগরং,কিশোলয় সংগীত একাডেমি,খেয়া শিল্পকলা একাডেমি,সুরতাল সংগীত একাডেমি,সুর নৃত্য ললিতকলা একাডেমি,নতুন কুঁড়ি ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ তাদের পরিবেশনা তুলে ধরে।
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি,গীতাঞ্জলির উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম,ঢাকা মহানগর উত্তরের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান উপভোগ করেন।
সমাপনী বক্তব্যে গীতাঞ্জলির পরিচালক মাহবুব আমীন মিঠু বর্ষবরণ উৎসবে আগত দর্শক শ্রোতা,শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।