নববর্ষ উৎসবের রঙে এবং বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত বাংলা নববর্ষ অনুষ্ঠান পরিণত হয় এক খন্ড বাংলাদেশে ।
এ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজন করে বৈশাখের বর্ণাঢ্য র্যালি। ছিল হাজারো কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজ,বৈশাখী পিঠা ঊৎসব, নৃত্যনুষ্ঠান, পান্তা ইলিশ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ।
হাজারো প্রবাসীর আনন্দঘন উপস্থিতিতে প্যারিসের রিপাবলিক চত্বর জনসমুদ্রে পরিণত হয়।
স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার আলী সুমন।
বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব নববর্ষে ফ্রান্সের প্রবাসীরা বাঙালিয়ানায় বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরেছেন। অন্যভাষা ও সংস্কৃতির মানুষের কাছে বিষয়টি ছিল মুগ্ধতাপূর্ণ আনন্দের ।
কণ্ঠ: তিশা সেন