আবুল কাশেম পল্লব একটি ভালবাসার নাম। দলমতের উর্ধ্বে ওঠে সকল মানুষ অবাধ ভোটে তাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। অতীতের মতো শোষিত মানুষের পক্ষে পল্লব থাকবেন বলেও আশা করেন আমেরিকা প্রবাসীরা। সিলেটরে বিয়ানীবাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নির্বাচনোত্তর বিজয় উৎসবের আয়োজন করে আমেরিকাস্থ বিয়ানীবাজার আওয়ামী রীগ ও যুবলীগ পরিবার।
২৪ মার্চ নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধিন একটি রেস্তোরায় এ উপলক্ষে বসে বিয়ানীবাজারবাসীর মিলনমেলা। আব্দুল আজিজের সভাপতিত্বে ও জুনেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, মাসুক উদ্দিন, জামাল আহমেদ, আব্দুল মতিন, রেজাউল হাসান আবু, জাবির আহমদ সহ আরো অনেকে।
এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তিনি আমেরিকা প্রবাসীদের ধন্যবাদ জানান। সেই সাথে উপজেলার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামি আপনাদের এই বিশ্বাস ধরে রাখতে আগের থেকে বেশি আন্তরিক ভাবে কাজ করবো।