শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «  

স্পেন ছাত্রলীগ এর বিজয় দিবস উদযাপন



৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ২৮ ডিসেম্বর সোমবার রাত ৮ টায়, মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ছাত্রলীগ স্পেন শাখা।

স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজীর সভাপতিত্বে এবং মো. সাগর এর সঞ্চালনায়  সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন এবং সাধারণ সম্পাদক রিজভী আলম।

পবিত্র  কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ কে সমুন্নত করতে স্পেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। স্পেন ছাত্রলীগ সর্বদা স্পেন আওয়ামীলীগের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্পেন ছাত্রলীগ নেতা মো. আল আমিন আহমেদ,মাসুম শেখ,মুকুল মজুমদার,মিলন সরকার,শাকিল, সাগর সহ অনেকে।

সভাপতির বক্তব্যে হানিফ মিয়াজী  কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্পেন ছাত্রলীগ মূলধারার আওয়ামীলীগ এবং কমিউনিটির বিভিন্ন কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে। যদি নিকট ভবিষ্যতে স্পেন ছাত্রলীগের একটি সাংগঠনিক কমিটি প্রদান করা হয় তাহলে আমরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক কর্মকান্ড সম্পন্ন করতে পারবো এবং স্পেন ছাত্রলীগ কে আরো গতিশীল করতে উপস্থিত সকল নেতৃবৃন্দ দ্রুত স্পেন ছাত্রলীগের সাংগঠনিক কমিটি প্রদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত অনুরোধ জানান।

সবশেষে জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন