বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতালি ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জুয়েল আহমেদ রাজুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌকিদিঘী শাপরাণ স্কুল প্রাঙ্গণে দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী সত্যেন্দ্রনাথ তালুকদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সবুর আহমদ দিপু, মহানগর ছাত্রলীগ নেতা মুহিবুল হক শাওন, মনিরুল হক সাকিব, জুনাইদ আহমদ ফারহান, জাবের আহমদ রেজা, আলী হোসেন, আল-আমিন, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।