সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের জন্য সমস্ত আমিরাত জুড়ে মাঠ অনুশীলন পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, “সাতটি আমিরাতেই এই মাঠ অনুশীলন করা হবে, সাথে সামরিক ইউনিটদেরও দেখা যেতে পারে।”
সুতরাং জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে যে তারা যেন চিত্রগ্রহণ থেকে বিরত থাকে আর অনুশীলন সাইটটি এড়িয়ে চলে এবং পুলিশ ইউনিটদের জন্যে পথ তৈরি করে দেয়।
‘দামান 3’ শীর্ষক এই সুরক্ষা অনুশীলন ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মন্ত্রণালয়ের টুইটে এ তত্য জানানো হয়েছে।