শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ফুটবল : মেসির সেঞ্চুরী  » «   স্পেনে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস পালন  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্রিটিশ-বাংলাদেশিদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান    » «   বিয়ানীবাজারবাসীর কাছে দানবীর পবিত্র নাথ দাসের খোলা চিঠি : আপনাদের ঐতিহ্যকে বাঁচান  » «   প্রতীকি ‘মধ্যবিত্ত পরিবার’ হিসাবে  রমজানের পুরো মাসের খাবার উপহার  » «   রমজান : সামাজিক যোগাযোগে ইফতার, দানের ছবি এবং মেয়ের বাবার ইফতারী  » «   ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে ‘এনআরবি ডে’ পালন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের (জেপিকেপি) উদ্যোগে ‘এনআরবি ডে’ পালন করা হয়ছেে গত ১৮ মার্চ।বর্ণাড্য এ অনুস্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনেস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। মৌলানা আনিসুর রহমানের কোরান তেলাওয়াতের মধ্যি দিয়ে অনুস্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী মায়েন উদিদন আনসার, টিভি প্রেজেন্টার ফারহান মাসুদ এবং সাইদা চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি আশিকুর রহমান জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এনআরবি ডে ঘোষনা করা, ডিজিটাল আইডি কার্ড বাংলাদেশ হাইকমিশন, লন্ডন থেকে দেয়া এবং যেসব প্রবাসী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের প্রতি বাংলাদেশ সরকারের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করাসহ তিনটি দাবি বাংলাদেশ সরকারের কাছে তিনি উত্তাপন করেন।

এনআরবি ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রেজেন্টেশন করেন ড. সানাওয়ার চেীধুরি ও ফাজলি বিবি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর বক্তব্যে বলেন যে, তিনি বাংলাদেশ সরকারের যথোপযুক্ত মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে জেপিকেপি ইউকে‘র তিনটি দাবী বাস্তবায়ন করার প্রচেষ্ঠা চালাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাগীর বখত ফারুক, চ্যানেল এস এ চেয়ারম্যান ও জেপিকেপি‘র এডভাইজার আহমেদুস সামাদ চেীধুরী জেপি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াস মিয়া, চেয়ার অব মোল ভিল ডিস্ট্রিক্ট কাউন্সিল কাউন্সিলর রাজ হক, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন।

জেপিকেপি বাংলাদেশী কমিনিউটির তিনজন বিশিষ্ট নাগরিককে লাইফটাইম এচীভমেন্ট রেকগনিশন এওয়ার্ড প্রদান করে।বাংলাদেশ এবং ব্রিটেনেরবাংলাদেশি কমিউনিটিতে তাদের গুরুত্বপূর্ন অবদানের জন্য কমিউনিটির সম্মানীত প্রবীণ ব্যক্তিত্ব হাফিজ মজির উদ্দিন, আলহাজ¦ জিল্লুল হক এবং নুরুল ইসলামকে এ এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্টানে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ম্যানেজিং ডাইরেক্টর হাফিজ আলম বখস, ইপিবিএর চেয়ার শাহানুর খান, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ার মুহিবুর রহমান মুহিব, খেলাফত মজলিস ইউরোপের কো-অর্ডিনেটর আব্দুল কাদের সালেহ, কমিউনিটি একটিভিষ্ট ও ক্যামপেইনার আবু তাহের চেীধুরি, ক্যামপেইনার ও কমিউিনিটি একটিভিষ্ট রহিমা আহমেদ, ইউরোক্রসের ডাইরেক্টর ও কমিউনিটি লিডার মি: লেইস, লন্ডন জিএলএ মিম্বার উনমেস দেসাই, কাউন্সিলর মুজিবুর রহমান, ডেপুটি স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমেদ,  বাংলাদেশ সেন্টারের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ফ্রিডোম ফাইটার, কমিউনিটি একটিভিষ্ট ও জেনারেল সেক্রেটারী অব ব্রিকলেন ট্রাষ্ট’র সাধারন সম্পাদক উসমান গনি, প্রেসিডেন্ট অব গোলাপগন্জ উপজিলা এডুকেশন ট্রাষ্ট ইউকে আলতাফ হোসেন (বাইস), কাউন্সিলার ফারুক চোধুরি (বার্কি এন্ড ড্যাগেনহাম), কেবিনেট মেম্বার কাউন্সিলার ফিরুজ গনি (বার্কিং এন্ড ড্যাগেনহাম), জেনারেল সেক্রেটারী অব বিয়ানিবাজার উপজিলা প্রগতি এডুকেশন ট্রাষ্ট মোহাম্মেদ শামিম আহমেদ এবং প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিগন। সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন  আব্দুল বারী, কাউন্সিলর ফয়জুর রহমান, মানিকুর রহমান গনি, শাহ মুনিম, কাউন্সিলর আয়সা চেীধুরি, আব্দুল হালিম চেীধুরি, জাকির হোসেন, দিনা হোসেন, জয়নাল খান, ফয়সাল আলম, মারফত মিয়া, সুহেল আহমেদ, এডভোকেট নিল মনি সিং, জামাল উদ্দিন এবং মুজাম্মিল আলী প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন সিনিওর ভাইস প্রেসিডেন্ট জাহাংগির খান।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন