আজ শুক্রবার সন্ধ্যায় রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় রোমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী সহ প্রবাসীদের নিয়ে ৫২বাংলা টিভির ২য় বর্ষে পদার্পণে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
আনুষ্ঠানটি আজ রাত ৮ টায় তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকছে ৫২বাংলা টিভির তথ্যচিত্র প্রদর্শণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, কেক কর্তন, রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে থাকছে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালী। উল্লেখ্য, লন্ডন থেকে প্রচারিত ৫২ বাংলা টিভির বর্ষপূর্তিতে এবারের প্রতিপাদ্য বিষয়- ২ বছরে পা, বিশ্বায়নে বাংলা। ৮ ফ্রেব্রুয়ারি থেকে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বিশ্বের নানাদেশে এই বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।