শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে একুশে উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

একুশের প্রথম প্রহরে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে একুশে উদযাপন শুরু হয় নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে। বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম স্থায়ী শহিদ মিনার ওল্ডহ্যাম শহিদ মিনারে রাত বারোটা ১ মিনিটে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে শুরু হয় একুশ উদযাপন। ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার, ওল্ডহ্যাম সিটি কাউন্সিল, ওল্ডহ্যাম -ম্যানচেষ্টার-লিভারপুল আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এতে পুস্পস্থবক অর্পন করেন,শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ওল্ডহ্যাম-লিভারপুল বিএনপি ছাত্রদল-যুবদল এবং তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া ওল্ডহ্যাম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চেতনা সাংস্কৃতিক সংগঠন,শায়েস্থাগন্জ সমিতি ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।ওল্ডহ্যাম শহিদ মিনারেরঅনুষ্ঠানটি পরিচালনা করেন ওল্ডহ্যাম বাংলাদেমশ এসোসিয়েশনের চেয়ারম্যান নজমুল উল্লাহ।

 

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের হলে প্রতিবছরের মতে এবারও নির্মিত অস্থায়ী মিনারে পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ এতে প্রথমে পুস্পস্থবক অর্পন করে । পরে একে একে স্থানীয় আওয়ামীলীগ বিএনপি যুব লীগ, যুব দল, টেইমসাইড বন্ধন, আমরা সবাই ইউকে, উসমানী স্মৃতি সংসদসহ অন্যান্য সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পন করেন।এর আগে অনুষ্ঠিত সংগঠনের চেয়ারম্যান আব্দুর মোছাব্বির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গ্রেটার ম্যানেচষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহিদ মিনারেও পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও এতে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্থবক অর্পন করে।

২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে এগারোটায় সহকারি হাইকমিশন ম্যানচেষ্টারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি হাইকমিশনার আবু নাসের আনোয়ারুল ইসলাম ছাড়াও এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি ছুরাবুর রহমান,সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন চৌধুরী মামুন, ডাঃ মোতাহির খান, সৈয়দ সাদেক, ওয়েছ কামালি,নাছিরুল আলম,আলী হাসান,শিপার মিয়া মোমিন খান, ইকবাল তালুকদার, ফযজুর হক জুয়েল, ফেরদৌসি হক প্রমূখ্।

অনুষ্ঠান পরিচালনা করেন হাইকমিশনের কমিশনের মাহমুদা খানম ও জিল্লুর রহমান। সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরারাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করে শোনানো হয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন