বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত  » «   প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন  » «   গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ  » «   বাংলাদেশ সেন্টার লণ্ডন নির্বাচন ২০২৩: গ্রিন এলায়েন্স এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান  » «   নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান  » «   কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল  » «   লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাদিক রহমানের পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফান্ড পেলো ইষ্টহ্যান্ডস  » «   ক্রয়ডনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট অনুষ্ঠিত  » «   হবিগঞ্জ জেলার ১৮ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা-২০২৩  » «   বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা  » «   হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ২০২৩-২৫ কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক  » «    পরিণত জীবন শিক্ষকদেরই দান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে একুশে উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

একুশের প্রথম প্রহরে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে একুশে উদযাপন শুরু হয় নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে। বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম স্থায়ী শহিদ মিনার ওল্ডহ্যাম শহিদ মিনারে রাত বারোটা ১ মিনিটে পুস্পস্থবক অর্পনের মধ্যি দিয়ে শুরু হয় একুশ উদযাপন। ম্যানচেষ্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার, ওল্ডহ্যাম সিটি কাউন্সিল, ওল্ডহ্যাম -ম্যানচেষ্টার-লিভারপুল আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এতে পুস্পস্থবক অর্পন করেন,শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ওল্ডহ্যাম-লিভারপুল বিএনপি ছাত্রদল-যুবদল এবং তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া ওল্ডহ্যাম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চেতনা সাংস্কৃতিক সংগঠন,শায়েস্থাগন্জ সমিতি ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।ওল্ডহ্যাম শহিদ মিনারেরঅনুষ্ঠানটি পরিচালনা করেন ওল্ডহ্যাম বাংলাদেমশ এসোসিয়েশনের চেয়ারম্যান নজমুল উল্লাহ।

 

হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের হলে প্রতিবছরের মতে এবারও নির্মিত অস্থায়ী মিনারে পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ এতে প্রথমে পুস্পস্থবক অর্পন করে । পরে একে একে স্থানীয় আওয়ামীলীগ বিএনপি যুব লীগ, যুব দল, টেইমসাইড বন্ধন, আমরা সবাই ইউকে, উসমানী স্মৃতি সংসদসহ অন্যান্য সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পন করেন।এর আগে অনুষ্ঠিত সংগঠনের চেয়ারম্যান আব্দুর মোছাব্বির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গ্রেটার ম্যানেচষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহিদ মিনারেও পুস্পস্থবক অর্পন করা হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও এতে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্থবক অর্পন করে।

২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে এগারোটায় সহকারি হাইকমিশন ম্যানচেষ্টারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি হাইকমিশনার আবু নাসের আনোয়ারুল ইসলাম ছাড়াও এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি ছুরাবুর রহমান,সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন চৌধুরী মামুন, ডাঃ মোতাহির খান, সৈয়দ সাদেক, ওয়েছ কামালি,নাছিরুল আলম,আলী হাসান,শিপার মিয়া মোমিন খান, ইকবাল তালুকদার, ফযজুর হক জুয়েল, ফেরদৌসি হক প্রমূখ্।

অনুষ্ঠান পরিচালনা করেন হাইকমিশনের কমিশনের মাহমুদা খানম ও জিল্লুর রহমান। সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরারাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করে শোনানো হয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন