বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

রিয়াদে ৫২বাংলা টিভি’র বর্ষপূর্তি



‘দু বছরে পা বিশ্বায়নে বাংলা’ এই স্লোগানে লন্ডন ভিত্তিক ৫২ বাংলা টিভির ২য় বর্ষে পদার্পণে রিয়াদে স্হানীয় একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কেক কাটা এবং নৈশভোজ । ৮ফেব্রুয়ারি শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মী, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ), বঙ্গবন্ধু পরিষদ, স্বাচিপ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন রিয়াদ চাপ্টারের সাধারণ সম্পাদক, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে ও ৫২বাংলা রিয়াদ প্রতিনিধি ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সাধারণ সম্পাদক এম আর মাহবুব । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাজী সাইদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, রিয়াদ যুবলীগের সভাপতি আব্দুল জলিল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক নান্না, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগির হোসেন, এনাম সিকদার, মাওলানা আব্দুস সালাম ।

বক্তব্য রাখেন, সিবলী সিদ্দীকি ইকবাল, দ্বীন ইসলাম, ফারুক হোসেন, নুরুল আমিন, জিয়া উদ্দিন বাবলু, শেখ জামাল, সাইফুল ইসলাম, আতিক খান, শেখ ফজলুল হক, শাহাদাত হোসেন প্রমূখ ।

বায়ান্ন বাংলা-কে শুভেচ্ছা জানান, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব ফখরুল ইসলাম, প্রবাস বাংলা সম্পাদক ও একুশে টিভি প্রতিনিধি সাংবাদিক অহিদুল ইসলাম, বর্তমান কন্ঠের প্রধান সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী, দীপ্ত টিভি ও আমাদের সময় প্রতিনিধি মোরশেদ রানা, এস এ টিভি প্রতিনিধি শাহ পরাণ মিঠু সহ আরো অনেকে।

বক্তারা ৫২ বাংলার উত্তোরত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের সূতিকাগার সেই ভাষা আন্দোলনের সালের নামে টিভি’র নামকরণে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান ।

পরে ৫২ বাংলা টিভি (বাংলা সংযোগ দেশে দেশে) স্লোগানে কেক কেটে এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ৫২ এর প্রেরণা এবং ৭১ এর চেতনাকে হৃদয়ে ধারণ করে ভাষার মাস ফেব্রুয়ারীতে যাত্রা করে ৫২বাংলা টিভি।
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাই থেকে সংবাদ প্রবাহে সংযুক্ত হয় লন্ডন থেকে প্রচারিত এ সংবাদ মাধ্যম।
‘বাংলা সংযোগ দেশে দেশে’ এই শ্লোগানকে সাথে নিয়ে বিশ্বের দেড় কোটি প্রবাসীর কণ্ঠস্বর হয়ে ইউরোপ আমেরিকা এশিয়ায় বাংলাভাষিদের কাছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম হিসাবে পাঠকের আস্তা অর্জন করে চলেছে।

গতানুগতিক অনলাইন টিভি থেকে একটু ভিন্ন সৃজনচিন্তায় এগুচ্ছে বায়ান্ন বাংলা। প্রবাসে এবং দেশে থাকা একঝাক মেধাবী সাংবাদিকদের আপন স্বকীয়তায় ফুটে উঠছে অগণণ প্রবাসীদের সাহস-সংগ্রাম আর সফলতার গল্প, উঠে আসছে দেশের রাজনীতি-কাল আর সমাজ বাস্তবতা।৫২ বাংলা গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদগুলো।সব খবর সবার আগে তুলে ধরার আপ্রাণ চেষ্টায় রাতদিন জেগে থাকে কর্মীরা।

২ বছরে পা, বিশ্বায়নে বাংলা—বর্ষপূর্তিতে এই শ্লোগানে ৫২বাংলার আগামি পথচলা আরো বেগবান হবে। কন্ঠে আর লেন্সে বলা হবে প্রবাসী বাংলাদেশীদের অধিকারের কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন