৮ ফেব্রুয়ারি রাতে আনন্দমূখর পরিবেশে ৫২ বাংলা টিভি চ্যানেল এর দ্বিতীয় বর্ষপূর্তি পালন করে জেদ্দা প্রবাসী কমিউনিটি।
আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা পর্ব। বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ৫২ বাংলা টিভির জন্ম দিনে। এরপর জেদ্দা কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ ও সাংবাদিকগণ জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবুল বাশার বুলবুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট সমাজ সেবক, নুর মোহাম্মদ নূর, আশরাফ আলিম, আবদুল মান্নান, বিশিষ্ট সাংবাদিক মাসুদ সালিম, আবুল খায়ের, তাহা মিয়াঁ, সাহাদাত হোসেন, মোজাম্মেক হক মোল্লা, মোন্তাজের আলী, মহিবুর রহমান, তৌহিদুর রহমান হাসানসহ জেদ্দা কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ তাঁদের আলোচনায় ৫২বাংলা টিভির উত্তরোত্তর সমৃদ্বি ও সাফল্য কামনা করেন। সৌদি আরবে কর্মরত মিডিয়া প্রতিনিধিগণকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, প্রবাসীদের অনুষ্ঠান আয়োজন, সুখ-দুঃখ প্রচার করে মিডিয়ার কর্মিরা প্রবাসীদের পাশে দাঁড়ায়, যা প্রশংসনীয়।
সভাপতির সমাপনি বক্তব্যে তিনি ৫২বাংলা টিভির অগ্রযাত্রায় সফলতা কামনা করেন এবং সুন্দর এ আয়োজনের জন্য ৫২বাংলা টিভির প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, সেইসাথে জেদ্দা বাংলা ও ইংরেজি মাধ্যম বাংলা স্কুল পরিচালন পরিষদ চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ এবং ওমর ফারুক চৌধুরী ও বাংলা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান, ৫২ বাংলা টিভি চ্যানেল এর দ্বিতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ৫২ এর প্রেরণা এবং ৭১ এর চেতনাকে হৃদয়ে ধারণ করে ভাষার মাস ফেব্রুয়ারীতে যাত্রা করে ৫২বাংলা টিভি।
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাই থেকে সংবাদ প্রবাহে সংযুক্ত হয় লন্ডন থেকে প্রচারিত এ সংবাদ মাধ্যম।
‘বাংলা সংযোগ দেশে দেশে’ এই শ্লোগানকে সাথে নিয়ে বিশ্বের দেড় কোটি প্রবাসীর কণ্ঠস্বর হয়ে ইউরোপ আমেরিকা এশিয়ায় বাংলাভাষিদের কাছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম হিসাবে পাঠকের আস্তা অর্জন করে চলেছে।
গতানুগতিক অনলাইন টিভি থেকে একটু ভিন্ন সৃজনচিন্তায় এগুচ্ছে বায়ান্ন বাংলা। প্রবাসে এবং দেশে থাকা একঝাক মেধাবী সাংবাদিকদের আপন স্বকীয়তায় ফুটে উঠছে অগণণ প্রবাসীদের সাহস-সংগ্রাম আর সফলতার গল্প, উঠে আসছে দেশের রাজনীতি-কাল আর সমাজ বাস্তবতা।৫২ বাংলা গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদগুলো।সব খবর সবার আগে তুলে ধরার আপ্রাণ চেষ্টায় রাতদিন জেগে থাকে কর্মীরা।
২ বছরে পা, বিশ্বায়নে বাংলা—বর্ষপূর্তিতে এই শ্লোগানে ৫২বাংলার আগামি পথচলা আরো বেগবান হবে। কন্ঠে আর লেন্সে বলা হবে প্রবাসী বাংলাদেশীদের অধিকারের কথা।