বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি আজ (শনিবার) দুপুরে এমিরেটস ফ্লাইটে দুবাই বিমানবন্দর এসেছেন। এ সময় বিমানবন্দরে আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, সিআইপি মাহতাবুর রহমান, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, দুবাই আওয়ামীলীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম সহ দূতাবাস কর্মকর্তারা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ কনসুলেটে প্রতিমন্ত্রী প্রবাসীদের সাথে এক সভায় অংশ নিবেন বলে জানিয়েছে বাংলাদেশ কনসুলেট দুবাই। এ ছাড়া তিনদিনের সফরে পৃথক পৃথক ভাবে আবুধাবী বাংলাদেশ স্কুল, রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুল এবং স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনা সভায় যোগ দিবেন বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।
বিশ্ব সরকার সম্মেলনে (ডব্লিউজিএস) যোগ দিতে আসা প্রতিমন্ত্রী আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের মদিনাত জুমাইরাতে ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী ওই সম্মেলনে যোগ দিতে এসেছেন। এবারের সপ্তম ডব্লিউজিএস’র পৃষ্ঠপোষকতা করছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
১৪০টি দেশের ৪০০০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্র ও সরকারপ্রধান, ৩০টি আন্তর্জাতিক সংগঠন এবং উদ্যোক্তারা বিশ্বব্যাপী নাগরিকদের চাহিদাগুলো হ্রাস করে বিশ্বের ভবিষ্যৎকে আকৃষ্ট করতে একত্রিত হবেন। বিভিন্ন দেশের ৬০০ স্পিকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দুই শতাধিক ইন্টারেক্টিভ সেশনে অংশ নেবেন। এছাড়া বিশ্বের অন্তত ১০০ জন মন্ত্রী, ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রপতি এবং নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।