২ বছরে পা,বিশ্বায়নে বাংলা এই প্রতিপাদ্য সামনে রেখে কুয়েত ৫২ বাংলা টিভির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার ৮ ফেব্রুয়ারি দুপুরে কুয়েতের রোমাতিয়া এলাকায় বর্ষপূর্তি উদযাপিত হয়।
কুয়েত প্রবাসী ও ৫২বাংলা টিভি দর্শক ফোরামের সদস্যরা দুই বছর পূর্তি উদযাপন কেক কাটেন। শুরুতে মাওলানা শাহ আলমের কন্ঠে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে ।
কুয়েত প্রতিনিধি সাদেক রিপনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাগরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী বন্ধু মহলের সভাপতি মীর নজরুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ,রফিকুল মোবারক, মেজবাহ উদ্দিন, মোজাম্মেল হোসেন,ওয়াহিদ সরকার, পরদেশী বন্ধু মহলের সভাপতি এবাদ উল্লাহ, মাওলানা নাসির, আব্দুল্লাহ আব্দুর রব সহ প্রমুখ।
বর্ষপূর্তি অনুষ্ঠানে এসময় প্রবাসীরা ৫২ বাংলা টিভি র্দীঘায়ু কামনা করেন এবং অতীতের মত আগামীতেও প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার জোর দাবী জানান।
প্রসঙ্গত লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলা টিভি ইউরোপ,আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশে বাংলা ভাষীদের কাছে কাজ করছে।