সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড  » «   রেমিটেন্সের নামে এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা!  » «   সিলেটে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, বললেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’  » «   এমসি কলেজে ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই  » «   জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  » «   অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা  » «   আসছেন হামজা চৌধুরী, গ্রামে উৎসবের আমেজ  » «   ঈদের আগে চাঙা প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১৬৫ কোটি ডলার  » «   বালোচ লিবারেশন আর্মি কারা এবং কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে?  » «   সিপিবি অফিস দখলে পিনাকীর ডাকে সাড়া মিলেনি  » «   গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, ‘আমি ঠিক বুঝিনি’: ফখরুল  » «   ধর্ষণবিরোধী গণমিছিল নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা, কর্মসূচি স্থগিত করল বাম সংগঠনগুলো  » «   বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি-নর্থ সাউথ  » «   ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব  » «   নৌকা হবে সাংস্কৃতিক ঐতিহ্য, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত!  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি’র পরিচিতি সভা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইতালির রাজধানী রোমে নব গঠিত বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি এক মত বিনিময় সভার আয়োজন করে। স্থানীয় রোসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।

সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মোঃ শওকত, সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল , সিনিয়র সহসভাপতি সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারী। বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি’র সভাপতি শাহ্ মোঃ শওকত বলেন ‘ শুধু মাত্র বিদেশীদের অধীনে চাকুরী করে নয়, নিজের কর্ম দক্ষতাকে কাজেও লাগিয়ে ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব যা এই লাভান্দেরিয়া সমিতির কর্মী বৃন্দরা করে দেখিয়েছেন’।

বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল বলেন ‘এই সংগঠনটি ৭৮ টি বাঙালী মালিকানাধীন লাভান্দেরিয়া ব্যবসায়ীক দ্বারা পরিচালিত। যাদের মূল উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণের পাশাপাশি ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা। এরই সঙ্গে স্বল্প খরচে ব্যাংক লোনের ব্যবস্থা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ও সৃষ্টি করা।তাঁর বক্তৃতায় তিনি এসব কাজে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, রোমের কমিউনিটি ব্যক্তিত্ব দাউদ মুন্সী, মুজাহিদ খাদেম, লোকমান ভূঁইয়া সহ অনেকে।

প্রধান উপদেষ্টা এই সময় নব গঠিত এই সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। নতুন নেতৃবৃন্দের মধ্যে আছেন উপদেষ্টা ফুরকান আহমেদ, মোঃ হাশেম, সহ সভাপতি রুবেল সরকার, মোঃ ফয়সাল, মোঃ রাশেল, মোঃ হামিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, মোঃ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, সোহেল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক নাদিম মোহাম্মদ, মহিলা সম্পাদক নূর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক শাকের আহমেদ, ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।আগামীতে আরো বড়ো পরিসরে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি তাদের অভিষেক অনুষ্ঠান করবে বলে জানান। শেষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীরা এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন