শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি’র পরিচিতি সভা



ইতালির রাজধানী রোমে নব গঠিত বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি এক মত বিনিময় সভার আয়োজন করে। স্থানীয় রোসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহ মোঃ তাইফুর রহমান ছোটন।

সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মোঃ শওকত, সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল , সিনিয়র সহসভাপতি সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারী। বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি’র সভাপতি শাহ্ মোঃ শওকত বলেন ‘ শুধু মাত্র বিদেশীদের অধীনে চাকুরী করে নয়, নিজের কর্ম দক্ষতাকে কাজেও লাগিয়ে ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব যা এই লাভান্দেরিয়া সমিতির কর্মী বৃন্দরা করে দেখিয়েছেন’।

বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল বলেন ‘এই সংগঠনটি ৭৮ টি বাঙালী মালিকানাধীন লাভান্দেরিয়া ব্যবসায়ীক দ্বারা পরিচালিত। যাদের মূল উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণের পাশাপাশি ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা। এরই সঙ্গে স্বল্প খরচে ব্যাংক লোনের ব্যবস্থা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ও সৃষ্টি করা।তাঁর বক্তৃতায় তিনি এসব কাজে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, রোমের কমিউনিটি ব্যক্তিত্ব দাউদ মুন্সী, মুজাহিদ খাদেম, লোকমান ভূঁইয়া সহ অনেকে।

প্রধান উপদেষ্টা এই সময় নব গঠিত এই সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। নতুন নেতৃবৃন্দের মধ্যে আছেন উপদেষ্টা ফুরকান আহমেদ, মোঃ হাশেম, সহ সভাপতি রুবেল সরকার, মোঃ ফয়সাল, মোঃ রাশেল, মোঃ হামিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, মোঃ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, সোহেল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক নাদিম মোহাম্মদ, মহিলা সম্পাদক নূর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক শাকের আহমেদ, ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।আগামীতে আরো বড়ো পরিসরে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি তাদের অভিষেক অনুষ্ঠান করবে বলে জানান। শেষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীরা এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন